আপডেট ১ ফেইসবুক ইভেন্ট
“মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপস বানাইলেও ঋণের শোধ হবে না
এমন দরদি ভবে কেউ হবে না আমার মা”
মা’র ঋণ শোধ করা আমাদের কারো পক্ষেই কোনদিন সম্ভব নয়। দশ মাস দশ দিন পেটে লালন করা কতটা তীব্র কষ্টের হতে পারে সেটা মা ছাড়া কারো পক্ষে অনুভুব করা সম্ভব না। প্রায় ১৪ বছর যাবৎ আমার মা আমার কাছ থেকে দূরে এক ভিন্ন দেশের ভিন্ন শহরে বসবাস করেন। ২/১ বছর পর পর দেশে আসেন কিছুদিন আমাদের সাথে থেকে আবার চলে যান। উনার সাথে আমার ফোনে কখন কখন ২/৩ মাসেও কথা হয় না। কিন্তু নাড়ীর যে টান তার সন্তানের বিপদে আপদে তাকে নাড়া দেয় আমি তার জীবন্ত উদাহরন। এমন কখনই হয়নি আমি ভয়ানক কোন মনকষ্টে আছি বা অসুস্থ হয়ে বিছানায় পরে আছি সেদিন আমাকে আমার মা ফোন দেয়নি। এভাবেই প্রতিটি সন্তানের কষ্টগুলো মায়েরা অনুভব করে সন্তান মুখে উচ্চারন বা সন্তানকে না দেখেও। তাই আমার প্রতিটি সহ - ব্লগারের ক্ষেত্রে আরও একটি অনুরোধ - কারো খারাপ/অন্যায় আচরণের দেখে তার “পিতা-মাতা” নিয়ে গালাগালি করবেন না। গত কিছুদিন আগে মেহেদী হাসান মানিক ও স্বপ্নবাজ অভি ’র পোষ্টের মাধ্যমে আমরা সবাই জেনেছি গুগুলে “মা” লিখে সার্চ দিলে যে নোংরা পেজগুলো আসে তা পিছনে ফেলে সুন্দর আর্টিকেলগুলো কিভাবে প্রথম পাতায় আনা যায়। তাদের এই সুন্দর উদ্যোগের ফলে আমরা ইতিমধ্যে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর পোষ্ট পেয়েছি এবং এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাইট ও 'মা' নামে ফেইসবুক পেইজ ও খোলা হয়েছে। যার ফল আমরা ইতিমধ্যে কিছু পাচ্ছিও। কিন্তু আমরা কি আরো একটু চেষ্টা করে এই সাইটগুলা বন্ধ করে দিতে পারি না! এই সাইটগুলো বেশিরভাগই ওয়ার্ডপ্রেসে করা এবং ওয়ার্ডপ্রেসে এই ধরনের ব্লগস্পট খোলা তাদের নীতিমালা বহির্ভূত। তাই আমার মনে হয় আমাদের কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি রিপোর্ট করি তাহলে এই ব্লগস্পটগুলো কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। এর আগে আমাদের সম্মিলিত প্রচেষ্টা কিছু সাইট আমরা বন্ধ করতে পেরেছিলাম।
আসুন তাহলে জেনে নেই কিভাবে রিপোর্ট করবো।
প্রথমে আমরা নিচের লিঙ্কে ক্লিক করব
http://en.wordpress.com/abuse/
লিঙ্কে ক্লিক করার পর নিচের পেইজটা ওপেন হবে (স্ক্রিন শর্ট - ১)
স্ক্রিন শর্ট – ১
ইমেইল এর ঘরে আপনার ইমেইল এড্রেস দিবেন, পরের ঘরে যে সাইটটি রিপোর্ট করতে চান সেই এড্রেসটা লিখবেন এবং নিচে “This content is abusive” ঘরে মার্ক করে continue বাটনে চাপ দিবেন। (স্ক্রিন শর্ট -২)
স্ক্রিন শর্ট -২
continue বাটনে চাপ দেয়ার পর নিচের পেইজটা আসবে (স্ক্রিন শর্ট -৩)
স্ক্রিন শর্ট -৩
রিপোর্টিং এর বক্সে আমরা লিখতে পারিঃ (কারো অন্য কোন আইডিয়া থাকলে জানাবেন)
“The Content is pornographic like sexual dirty stories, published women's pictures without permission does broken the terms of create a blogspot of wordpress.com.”
স্ক্রিন শর্ট -৪
এরপর submit report এ ক্লিক করলেই কাজ শেষ।
গুগুলের প্রথম ও দ্বিতীয় পেইজে পাওয়া নোংরা সাইটগুলো নিচে দেয়া হলো। কাউকে সাইটগুলো ভিজিট করে রিপোর্ট করার যেহেতু প্রয়োজন নাই তাই অকারন লিঙ্কে ক্লিক করে হিট বাড়ানোর দরকার নাই শুধু কপি করে নিদির্ষ্ট স্থানে পেস্ট করলেই হবে।
http://banglachotizone.wordpress.com
http://banglaerotic.wordpress.com
http://sherachoti.wordpress.com
http://xxgossip.wordpress.com
http://bangaliichoti.wordpress.com
http://dhonrajkarki69.wordpress.com
http://banglachotiworld.wordpress.com
http://bangaliichoti.wordpress.com
আরো লিঙ্ক সংযুক্ত হবে।
স্বপ্নবাজ অভি’র পোষ্ট যেখানে মা’কে সুন্দর পোষ্টগুলো কিভাবে প্রমোট করতে হবে বিস্তারিত পাবেন এবং অনেক সুন্দর সুন্দর পোষ্টের লিঙ্ক পাবেন।
"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।
বিদ্রোহী ভৃগু’র মা’কে নিয়ে সুন্দর সুন্দর আর্টিকেলগুলো নিয়ে একটি সংকলন।
মা - মা পোষ্টের সংকলন:উৎসর্গ পৃথীবির সকল মাকে ও স্বপ্নবাজ অভি যিনি মা শব্দটির মান রক্ষার অভূতপূর্ব সৈনিক।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




