কি কারনে উড়তে থাকা পাকি ক্রিকেট টিমে হেরে গেল লাস্ট ম্যাচে? বিশ্বের অন্যতম থার্ড ক্লাস বোলিং লাইনআপের কাছে গুটিয়ে গেল ১৫৭ রানে। কাল রাতেই ছুটে যাওয়া হইছিল ১১ জন পাকির কাছে কিন্তু দিল্লী বহুত দূর হওয়ার কারনে এইমাত্র জানা হল আসলি কাহানী!
নাসির জামসেদঃ "আমারে দ্বোষ দিবেন নাহ আমি কিন্তু ভালই খেলছিলাম , খেলার মাঝখানে দেখলাম গ্যালারী থেকে একটা বিশেষ সংকেত! ঐ যে সংকেত খানা বিপিএলে আমাকে আমার জাত ভাই দিছিলো । তাই সেখানেই কেলা থামাই দিছি। বুচচেন তো কিসের সংকেত ভাই!" বলে হারামীডা চোখ মারা শুরু করল।
কামরান আকমলঃ মেলা ক্ষন খুক খুক করে হেসেই চলছে। শেষে হারার কারন না জিগায়ে হাসার কারন জিগাইলে বলে, “ ঐ শালা জমসেদ একটা বুকচুদ। আমি ১০ বলের মধ্যেই বুঝে গেছি ইন্ডিয়ান বোর্ড থ্যাইকা টাকা আইছে তাইঐ খানেই থেমে গেছি। ০ করছি বলে বোনাস দিছে। ভাই দিল্লীতে পাওয়া যায় ঐ গুলা, বোনাসের টাকায় না হয় একটু...
ইউনুস খানঃ আমাকে দেখেই, “ না না আমি কোন টাকা পয়সা পাইনি, শালারা আমাকে আর গুনায় ধরে নাহ। বলে কি ঐ ব্যাটা কে টাকা না দিলেও আউট হবে। খালি জোরে বড় কাজ লাগছিল বইলা আমি আউট হইছি। না হলে দেখিয়ে দিতাম আমি বাতিল মাল কিনা। হুহউ হুস হুস হুস......
মিসবাহ উল হক নিয়াজীঃ খ্যাক খ্যাক খ্যাক দেখলেন তো কত সাচ্চা দিলের আদমি আমি, হারাম টাকাকে কি করে হালাল বানালাম! এতগুলান বল খাইলা রান করলাম বেশি আবার দলের পু** টাও মেরে দিলাম। কেউ কইবে নাহ টাকা খাইয়া খারাপ খেলছি
উমার আকমালঃ কান ফাটিয়া র্যাপ গেয়ে চলছে আবালডা।
“ টাকা টাকা টাকা/ পাকিরা চেনে টাকা/ফিক্সিং এ তারা পাকা।
টাকা টাকা টাকা/ মেয়েদের কাছে খাই ছ্যাকা/আমাদের জন্ম থেকে মেশিন ব্যাকা”
শোয়েব মালিকঃ শুনেন আমরা স্বামী বউ মেলে বহুত কামাই। ঘুষ খাওয়া লাগবো নাহ। এমনি তে শশুর বাড়ি থেকে কইয়া দিছিলো যে আজকে যেন খারাপ খেলি, তাছাড়া সানিয়াও ভয় দেখাইছিল ভাল খেললে ১ মাস......
হাফিযঃ নাহ আমি ভালই খেলছিলাম, ম্যাগার পিছন থেকে ধোনি কইল “আর একডা ছয় মার দেখ ইন্ডিয়া থেকে সীমান্তে বোম মারা শুরু হল কি হল, বেইমানেরা সৌহার্দ্য সিরিজ খেলতে আইস্যা হোয়াইট ওয়াস করবি” তাই আমি থেমে গেলাম ভাই। এখন হাতে কিছু আসলেই হল।
আযমল,গুল, জুনাইদঃ এদের মুখে দেখলাম কাপড় বাধা, খালি প্ল্যাকার্ড হাতে নিয়ে আছে তাতে লিখা,
“ কোন কথা কমু নাহ
ভাল বোলিং করছি বইলা
ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কম টাকা পাঠাইছে
হামকো ইনসাফ চাহিয়ে”
ইরফানঃ অনিবার্য কারন বশত প্রতিবেদক ৫ ফিট ৯ হওয়া স্বত্তেও লম্বু ব্যাটার মুখের কাছে রেকর্ডারটা ধরতে পারিনি। মাইন্ড ইট এই জন্য কোন রূপ দুঃখ প্রকাশ করা হচ্ছে নাহ।
পাকিস্তান উচ্চারনে প এর বদলে বিনা দ্বিধায় ফ উচ্চারন করতে পারেন
২য় ম্যাচ নিয়েঃভারতের ব্যাটিং এর অধঃপতন : ভারতীয় ক্রিকেটারদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া
-আশিকুর রহমান (aR)
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




