পাকিদের সাথে আজকের ম্যাচে ভারতের গর্ব করার মত ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পরে গেছে। কি কারনে এই বেহাল দশা তা জানতে ছুটে যাওয়া হইছিল আজকের ম্যাচের ১১ জন ভারতীয়র কাছে। তারা জানিয়েছেন বা কারন দেখিয়েছেন তাদের এই দুর্দশারঃ
গম্ভীরঃ আমি তো ভাবছিলাম প্রথম ম্যাচ হারার পর ২য় ম্যাচ জিতার জন্য আমাদের ক্রিকেট বোর্ড অলরেডি টাকা পয়সা দিয়ে পাকিদের ম্যানেজ করে ফেলেছে। তাই হাল্কা ভাবে খেলতে গিয়ে ধসে গেলাম আর কি। এখন যেয়ে খোজ নেয় শালারা টাকা খাওয়ার পর ক্যান জিতল!!
শেবাগঃ ভাই মেলাদিন বাংলাদেশী খুজছিলাম, ঘৃনায় কেউ আমার কাছে আসে নাহ। কি আর কমু আমার কথার কারনে বাঙ্গালীরা দিছিলো অভিশাপ, এখন হাতে নাতে ফল পাইতেছি। বাঙ্গালীর অভিশাপ কি জিনিস তা পাকিরা বুজছিল এখন আমিও বুঝছি। দেখেন নাহ সেদিন কে যেন দেয়ালে লিখছেঃ
ওরে বীরেন্দ শেবাগ
প্যান্ট পরে নাহ
প্যান্ট খুলে হাগ!!
কোহলীঃ শুনো ছোকরা আমি এখন ভারতের রাইজিং স্টার। ব্যাটিং ফ্যাটিং নিয়ে কিছু জিগায়ো নাহ। বহুত বিজি আমি। তবে হ্যা দুটা পয়সা ফেললে আমি তোমার সাথে কথা কমু। পয়সা ক্যান দিবো জিগাইলে কয়, “নিকাল যাও আভি”।
যুবরাজঃ আমার কোন দ্বোষ নাইকা। ঐ শালা গম্ভীর কইল, আবে যুবরাজ, পাকিদের তো টাকা দিয়া ম্যানেজ করে ফালাইছে বোর্ড তুই শ্লা আরামে খেল। কন তো আমার একটা ইজ্জত আছে নাহ। এখন এই আউট হয়ে কি করে মুখ দেখায়, ঐ গম্ভীররে খুজে পাইলে...
রায়নাঃ দাদা আমার প্রতিক্রিয়া জানতে এসেচেন, দাদা আমার। ওহ মাই গাড। তা দাদা কি আর বলব এই ইডেনের মাঠটা একটু ব্যাকা। তার ফলে আর কি ভাল খেলতে পারিনি। ওহ দাদা ভাল ইলিশ মাছ খাওয়াতে পারবেন?
ধোনিঃ
অশ্বিনঃ না ভাই আমার খালি মনে হয় ঐ শালা শোয়েব মালিক সানিয়ারে বিয়া কইরা
কুমার, ডিন্ডা, শর্মাঃ
মুখে কিছু কয় নই তবে একটা প্ল্যাকার্ড নিয়া বসে আছে, তাতে লিখাঃ
“তথাকথিত বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের টিমের বোলারদের কে
ব্যাটিং বিপর্যের কারন জানতে চাহিয়া
লজ্জা দিবেন নাহ”
তবে পাশ থেকে কোন এক লোক বলে উঠল, “ন্যাংটাদের আবার কিসের লজ্জা বে”?
পাকি উচ্চারনের সময় বিনা দ্বিধায় প এর বদলে ফ উচ্চারন করতে পারেন।
এশিয়া কাপের সময় একটা লিখছিলাম টাকা দেওয়া নেওয়ার পর পাকি ও ভারত অধিনায়কের কথা
- আশিকুর রহমান (aR)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



