পা রেখেছি জল-ছলছল মাটিতে
আমি ছিলাম কোথায়, আকাশে না মাটিতে, জানিনা, তবে আজ স্পেসশীপ নামিয়েছি এই আমি দৃশ্যমান জগতের অধরা জগতে। নাম লেখালাম ব্লগে। হাতে ছুয়ে দেখতে পারিনা, পাইনা অপক্ক কালির গন্ধ, তবু চোখ মেলে দেখে যাই, আঁচড় কেটে যাই যন্ত্রবালুকার বুকে। বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ৪৫ বার পঠিত ০

