
পুরো মেলাকে, মেলা প্রাঙ্গণের বিভিন্ন উপাদানকে নানানভাবে সাজানো হয়েছে। একাডেমীর মুদ্রণভবনের সামনের এই গাছটি সাজানো হয়েছে এই ভাবে!

জাদুঘর থেকে পুরাকীর্তি ফ্রান্সে পাঠানো নিয়ে কতো হৈচৈ, এবারের মেলায় রয়েছে জাদুঘরের একটি স্টল। আর স্টল সাজসজ্জায় ব্যবহৃত হয়েছে শিল্পকর্ম!

একমাত্র স্টল যা কিনা পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি ও সিলেটকে প্রতিনিধিত্ব করছে।

ওপর থেকে মেলাটিকে এরকমই দেখায়!

আর রাতের মেলা আরো জমজমাট।

বাংলার ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক মেলায় নিয়ে এসেছে এ টি এম সার্ভিস, সো গেট দ্য মানি- নট দ্য ট্রাম্প কার্ড!

মেলার বাইরে ফুটপাত ধরে হাঁটলেই...শোনা যাবে খালি বিশ...দেইখ্যা লন, খালি বিশ...বাইচ্ছা লন!

প্রিয় সঙ্গীতশিল্পী এলিটাকে দেখা গেল একগাদা বই নিয়ে হিমশিম খেতে...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





