বলার কিছু নেই
আজ আমার বলার কিছুই নেই
কিভাবে বলবো
কাকে বলবো
কি বলবো
তাই আজ আমার বলার কিছু্ নেই।
আজ সব শ্রোতা হয়ে গেছে বধির
সকলে হয়েছে অন্ধ
হয়েছে সবাই ব্যাক্তিত্বহীন
তাই আজা আমার বলার কিছু নেই।
বলার কিছুই নেই।
পৃথিবীটা দেখো পুড়ছে আজ
মানুষগুলো সব পুড়ে হচ্ছে ছাই
মানবতা আজ আমাদের কোথায়
কোথায় আমাদের মানবতা
তাই আজ আমার বলার কিছু নেই।
বাকিটুকু পড়ুন

