নদীর নাম 'কাস্তি' হয়?
কাস্তির মতন চাঁদ হয় জানি;
আশ্চর্য, তোমার-আমার প্রথম অভিসার
ঐ কাস্তি নদীর পাড়ে ।
শ্যামলীর মতন তোমার ছিল ভয়-
ভেসে যাওয়ার; তোমার কোলখানি
যেন...মেঘের শীতলপাটি আর
প্রলুব্ধ আহবান করে।
*****
আজ বিমর্ষ দূর আমি-তুমি
আমি গতকাল সূর্য্যি ভোরের ডাকে
তোমার চিঠি পেয়েছিলুম; রোজকার
আকুতি - আস। বাক্সবন্দী পড়ে থাকে
আমাদের মায়া; নিশ্চুপ কারবার।
আমি মৌন, জান কি নারী;
কানপাত করিনা তব আহাজারি।
মাঝে মাঝে তীব্র সুরের চেয়েও
একরাশ মৌনতা ঢ়ের প্রিয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




