হাড় খুলে দেখেছি প্রবল
আমি হাড় খুলে দেখেছি প্রবল
কেবল পুরাণ আর পূর্ববর্ষী নৌকাসমূহ;
অমরতার আঙুর মুখে নিয়ে বৃষ্টি খুঁড়েছি, রোদ ছিল্লা করেছি-
বহুকাল নদীর কনুই,
একটি জ্ঞান নিয়ে আসে বৃষ্টিবালিকা, মেঘপক্ষী সখা
রৌদ্রের লালা ক্রমশ গড়িয়ে হয়ে যায় ঘড়ির কঙ্কাল!
আমি এবেলা ঘুমালে বা ঘুমিয়ে থাকলে তুমি অমরতার চুষিকাঠি
পাবে তাই নিদ্রাসুন্দর মেষ তাড়াই
০২/০৬/২০০৯
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




