প্রলম্বিত ছায়া টা তার, আর একমুঠো স্বপ্ন....
ঐ দিন একটি ছবি দেখে একদম ই অস্পষ্ট হয়ে আসা হৃদপিন্ডের ডিপডিপ শব্দ টা আবার কেমন যেন আবার ধীরেধীরে স্পষ্ট হওয়া শুরু করল....একজন মানুষের অপরাজেয় দৃষ্টির সীমারেখা নিরুপনে সূর্যটা ও কেমন যেন ফিকে হয়ে গেছে, সে তার বলিরেখার কূন্চন যেন ঢেকে দিবে প্রকৃতির ধংসলীলা, আর মুঠো ভরা স্বপ্ন যেন মুছে... বাকিটুকু পড়ুন

