বেশ কয়েক দিন পর সামুতে সামুতে আসিলাম। আসিতে পারিয়া মনে বড়ই আনন্দ হইতেছিল। কিনতু, ব্লগের স্ট্যাটাস বক্সের দিকে তাকাইয়া মনে কিঞ্চিৎ হতাশার উদ্রেক যে হইলো না তাহা হল্প করিয়া বলিতে পারিব না। বুঝিত পারিলাম মডু এখনো আমাকে তাহার রক্তচক্ষুর দৃষ্টিসীমানার বাহিরে যাওয়ার যোগ্য বলিয়া মনে করিতেছে না। অগত্যা তাহার রক্তচক্ষুর নজরের সামনেই লিখিতে বসিয়াছি।
কি নিয়া লিখিব তা নিয়া ভাবিতেই মনে পড়িয়া গেল, আরে আগামীকাল তো ১২ এপ্রিল! পূর্ব ঘোষনা অনুযায়ী 'হাগাতিহাস' পোস্ট করার দিন। মনে উৎসাহের বান ডাকিল। কিন্তু কয়েকদিন পূর্বের 'বিদেশী বাঙালী' নামক এক ব্লগারের অনুযোগের কথা মনে পড়িয়া যাওয়ায় উৎসাহে ভাটা পরিতে সময় লাগিল না View this link । ভাবিলাম, নাহ্; এ কম্য সম্পাদন আমার দ্বারা সম্ভবপর হইবে না। ঐ ভদ্রলোকের মনে একবার আঘাত দিয়াছি, না জানি এরকম কতজনের মনে আঘাত লাগিয়াছে। তাই, পূনরায় এরকম কাজ করা সমীচিন হইবে না।
কিন্তু, তাহা হইলে যেসব ব্লগাররা চ্যালেঞ্জ দিয়াছিলেন বা যাদের আমি কথা দিয়াছিলাম লেখা লেখা ছাপাইব বলিয়া, তাহাদের কি হইবে? সেজন্য সামুর ব্লগারদের সমর্থন বড়ই প্রয়োজন। তাহারা যদি আমাকে এই লেখায় 'মাইনাচ' দেন এবং তাহার সংখ্যা 'প্লাচ'-এর চেয়ে বেশি হয়, তাহা হইলে আমার মুখ রক্ষা হইবে। বলিতে পারিব সামুর ব্লগারদের সম্মতি ছিল না বলিয়াই লেখাটি ছাপাইতে পারিলাম না।
আপনাদের মাইনাচের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



