somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি বাংলা গান শুনতে ভালবাসি।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বর্ষা আমার চোখের প্রিয় ঋতু - জেমস

লিখেছেন বাংলা গান শুনুন, ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫


বর্ষা আমার চোখের প্রিয় ঋতু
তাইতো সদাই তোমায় ঘিরে
হচ্ছি আমি ভীতু
কষ্ট আমার ভালোবাসার কাঁথা
না হলে কি তোমায় চেয়ে
পেতাম শুধু ব্যথা
ইচ্ছে করলে নিতে পারো
আমার দেয়া নাম
এর বদলে নাইবা দিলে
ভালোবাসার দাম।

মেঘে মেঘে কাটলো যখন বেলা
তখন দেখি চারিদিকে
তোমার অবহেলা
সূর্য যখন কপাল জুড়ে টিপ
ভালোবাসা বন্দী শিবির
দূরের নিঝুম দ্বীপ।

ছোট্ট জীবন যখন ছিল বিশাল
তুমি সে তো ভেঙেছিলে
আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৩৯ বার পঠিত     like!

ফিরে এসো এই অন্তরে- মাকসুদ (ফিডব্যাক)

লিখেছেন বাংলা গান শুনুন, ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪১

ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেও নাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি

মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি।

তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫১১ বার পঠিত     like!

যখন থামবে কোলাহল - রুনা লায়লা

লিখেছেন বাংলা গান শুনুন, ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে


যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে


যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৩৩ বার পঠিত     like!

আকাশের মন ভালো নেই - বিপ্লব

লিখেছেন বাংলা গান শুনুন, ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮৬ বার পঠিত     like!

কে বাঁশি বাজাইরে- হ্যাপি আখন্দ

লিখেছেন বাংলা গান শুনুন, ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১২

কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না।

ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি।

সে যে হৃদয় কখন করলো হরণ
কিছুই জানি না।।

নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে।

সে যে চুপিসারে আমায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯৬ বার পঠিত     like!

তুমি আবার এসো - হুমায়ুন আহমেদ কে নিয়ে রবি চৌধুরী

লিখেছেন বাংলা গান শুনুন, ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭

তুমি আবার এসো
তুমি আবার এসো দৃষ্টিনন্দন
বৃষ্টি বিলাশ বাটিতে
আবার এসো নুহাশ পল্লীর
ঝিল্লিমুখর মাটিতে...২

কে আর মনা ডাকাতের চোখ তুলবে
খেজুরের কাটা দিয়ে
সারাদেশে কবে মিছিল হবে
বাকের ভাইকে নিয়ে....২

জিন্দা কবর খোয়াব নগর
চৈত্র দিনের গানে
সুখি নীলগঞ্জ বড় অসুখী
তাকিয়ে দগ্ধ প্রানে
চন্দ্রকথা আজো উজ্জল
স্বর্ন খাটিতে

আবার এসো নুহাশ পল্লীর
চেনা সবুজ ঐ মাটিতে

তুমি আবার এসো........২

কথা সাহিত্যের রাজপুত্র
চড়িয়া স্বর্গরথে
তুমি আবার এসো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

বৃষ্টি তোমাকে দিলাম- শ্রীকান্ত আচার্য

লিখেছেন বাংলা গান শুনুন, ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪

আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম!
শুধু শ্রাবন-সন্ধ্যা টুকু তোমার কাছে
চেয়ে নিলাম!
আমার সারাটা দিন মেঘলা আকাশ......

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি!
তাকে কাছে ডেকে
মনের আঙ্গিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু
ফিরিয়ে দিলাম।

তোমাকে হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা।
চেয়েছি পেতে যাকে
চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫০ বার পঠিত     like!

আবার এলো যে সন্ধ্যা - হ্যাপি আখন্দ

লিখেছেন বাংলা গান শুনুন, ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৭

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।।

ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।

ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে।।

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে

ভাবি শুধু... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৫৬ বার পঠিত     like!

গণতন্ত্র - মাকসুদ

লিখেছেন বাংলা গান শুনুন, ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:১১

গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গণতন্ত্র মানে স্বৈরাতন্ত্রে দে মুখে আগুন,
গণতন্ত্র মানে জনগণের আস্থাকে বিকিয়ে কিনুন।
তাই গণতন্ত্র মানে মিছিল মুখে মিছে স্লোগানের ভাষা,
আর জয় বাংলা ধর্ষণ দেখে মাজাদুলিয়ে নাচা, নাচা, নাচা, নাচা।
গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র।
গনতন্ত্র মানে কিছু বোকাদেরমিছে শহীদ হওয়া,
আজ কাকের হাগায় তাদের স্মৃতিসৌধ ছাওয়া।
চুরি করা ফুল নিয়ে যাই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭০ বার পঠিত     like!

একদিন স্বপ্নের দিন

লিখেছেন বাংলা গান শুনুন, ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন।।

সেই ভাবনায়, ভাবি মনে হয়,
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জালায়, সৃতির মেলায়
কাটেনা আর দিন।।

একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া।

আজ সুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৩৮ বার পঠিত     like!

কফি হাউজের সেই আড্ডা - মান্না দে

লিখেছেন বাংলা গান শুনুন, ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।

নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়
অমলটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৩৫ বার পঠিত     like!

বাংলাদেশ - আজম খান

লিখেছেন বাংলা গান শুনুন, ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:২১

রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে

রেললাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তাঁর কাঁদে
ছেলেটি মরে গেছে
হায়রে হায় বাংলাদেশবাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ(২)

কত আশা ছিল তাঁর জীবনে
সব স্মৃতি রেখে গেল মরণে(২)
মা তাঁর পাশে চেয়ে বসে আছে
হায়রে হায় বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ।

কত মার অশ্রু আজ নয়নে
কে তা বোঝাবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

বাংলাদেশ -জেমস

লিখেছেন বাংলা গান শুনুন, ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৬

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়,
আছো সরোওয়ার্দি, শেরেবাংলা ভাসানির শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।

তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি,
তুমি জসীম উদ্দীনের নকশী কাথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি ত্রিশ কিংবা তার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৩৫ বার পঠিত     like!

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় - আইয়ুব বাচ্চু

লিখেছেন বাংলা গান শুনুন, ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৩

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয় ।।

নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয় ।।

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।

তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয় ।

আশা দুরাশায়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৭২ বার পঠিত     like!

বৃদ্ধাশ্রম - নচিকেতা

লিখেছেন বাংলা গান শুনুন, ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৮

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে কমদামী ছিলাম একমাত্র আমি

ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।।

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
সেসব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিল কাকে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১১৮৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৭২৩৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ