পাঠক হিসাবে আমাদের সংযম কতটুকু?
সংযম মানব জীবনের একটি বিশালাকার গুন। আমাদের অন্তরে ইহার উপস্থিতি থাকিলেও আমরা ইহার ব্যবহারে সচেষ্ট নই বলিয়াই প্রতিভাত হইতেছে। বেশির ভাগ ব্লগার রাগারাগি, গালাগালিতে লিপ্ত হইয়া ব্লগের পরিবেশ কদাচ শান্ত থাকিতে দেন না। এই যে আমাদের দেশাভ্যন্তরে চতুর্দিকে এতটাই কাদা নোংরা পদার্থ ছোড়াছুড়ি হইতেছে তাহার ছাপই বুঝি এই সামহোয়্যারইনব্লগ-এ পরিস্ফুট... বাকিটুকু পড়ুন

