১। ছাপার অক্ষরে যে সব কথা পড়িলে দুই চক্ষু বাহিয়া দর-দর ধারায় জল পড়িতে থাকে সেইগুলো মুখে বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে, এ পর্যন্ত বুঝিতে পারিলাম না -----------রবীন্দ্রনাথ ঠাকুর
২। ভালোবাসার মানুষকে আদর করে তুই তোকারি করা যায় তাতে দোষ হয় না, কিন্তু গালাগালি করে তুই তোকারি করা যায় না --------তেতুল বনে জোসনা------হুমায়ূন আহমেদ
৩। যেখানে মানুষের জোর, সেখানেই মানুষের দুর্বলতা
------কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
৪। হৃদয় কখনো বিবেককে সাফ থাকতে দেয় না, এত চাহিদা হৃদয়ের------কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
৫। নিজের অত্যাচার নিজেকেই শাস্তি দেয়----------কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
৬। অনেক গভীর শোকও মেয়েরা আত্মস্থ করে নিতে পারে। হাহাকার থাকে, আগুন জ্বলে তবু সব বুকে নিয়েই তারা সংসারের চাকাটাকে গড়িয়ে নিয়ে যায়
----------কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
৭। বুকের মধ্যে রাগ, বিরক্তি, দুঃখ জমাট বেঁধে গেলে মানুষ তা একা একা বয়ে বেড়াতে পারে, কিন্তু খুশির চাপ বড় অসহ্য, খুশিটাকে কারুর কাছে উজাড় করে না দিতে পারা পর্যন্ত কেমন যেন শান্তি হয় না-------কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
৮। নিত্যদিন ক্ষুদ্রতা নীচতার সঙ্গে আপোস করতে করতে মানুষের মনটা ছোট হয়ে যায় আর ছোট হয়ে যাওয়া মানুষ তার চারপাশের কাউকেই বড় কিছু দিতে পারে না -------কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
৯। যেকোনো ঘটনা থেকে ইতিবাচক শিক্ষা নিতে হয়। ঘটনায় জড়িয়ে গিয়েও শিক্ষা হয়, তবে নিজেকে না জড়িয়ে শিক্ষা পাওয়াটা বড় অর্জন--------না-------- মোহিত কামাল
১০। ব্যক্তিমাত্রই আলাদা। সবার একটা গোপন জগৎ থাকে। সেই জগতের খবর আপন কেউ না জানলেই ভালো, গুরুজনেরা এমন কথা বলে এসেছেন। অনেক অপ্রয়োজনীয় কথা এড়িয়ে যাওয়া ভালো-------না-------- মোহিত কামাল
১১। প্রত্যেক মানুষের কিছু উদ্ভট ও বিরক্তিকর বৈশিষ্ট্য থাকে। তাকে বিচার করতে হবে সেইভাবে। নিজের সঙ্গে না মিললেও অন্যের বৈশিষ্ট্য ও আগ্রহকে সম্মান করার মানসিকতা থাকলে সংঘাত কম হবে----------না---------মোহিত কামাল
১২। ভেতরের সৌন্দর্য দেখতে হবে। কেবল বাইরের সৌন্দর্য দেখে পটে গেলে কষ্ট পাওয়ার সম্ভাবনা থেকে যায়, কষ্ট পেতে হয় জীবনে----------না---------মোহিত কামাল
১৩। কৃতজ্ঞতা জানালে বন্ধুত্ব হয় না। বন্ধুত্বের স্থান আরও ওপরে----------না---------মোহিত কামাল
১৪। নির্মম সময়ে শক্ত হয়ে পাশে দাড়াতে হবে, সঙ্গ দিতে পড়াশোনায় উৎসাহ দিতে হবে। এটাই ফ্রেন্দশিপ। উপযুক্ত সময়ে দাঁড়াতে হয় বন্ধুর পাশে। এই দাড়ানোটা বড় চিকিৎসা। সহমর্মিতার পরশ পেলে বিপর্যয় কাটিয়ে উঠতে পারে মানুষ
----------না---------মোহিত কামাল
১৫। মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে--------------------হুমায়ূন আহমেদ
১৬। প্রিয় মানুষের ব্যথা সহ্য করাই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ---------পার্থিব----------শীর্ষেন্দু মখোপাধ্যায়
১৭। রাগ বাধা না পেলে অনেক সময়ে স্থিমিত হয়ে যায় কিন্তু অনেক সময় উল্টোটাও হতে পারে---------পার্থিব----------শীর্ষেন্দু মখোপাধ্যায়
১৮। পারসোনালিটি মিনস স্ট্রং লাইক এবং ডিজলাইকস।
যারা স্ট্রং পারসোনালিটির হয় তারা কিন্তু একটু লোনলি চট করে কারো সঙ্গে মিশতে পারে না তো তাই.....They are naturally lonely souls---------পার্থিব----------শীর্ষেন্দু মখোপাধ্যায়
১৯। ভালোবাসা মানেই কিন্তু ভাল করা। যাকে ভালোবাসো তার ভালোর জন্য কিছু যদি নাই করলে তাহলে ভালোবাসা বন্ধ্যা হয়ে গেল, মিথ্যে হয়ে গেল---------পার্থিব----------শীর্ষেন্দু মখোপাধ্যায়
২০। একটু মাথা উঁচু করে, নিজের ওপর বিশ্বাস আর শ্রদ্ধা রেখে এবং কাউকেই সে যত বড়ই হোক না কেন, বেশি মাথায় উঠতে না দিয়ে যদি চলেন তা হলে দেখবেন সবাই আপনার ওপর মনোযোগ দিচ্ছ---------পার্থিব----------শীর্ষেন্দু মখোপাধ্যায়
১ম পর্ব
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



