বই পড়তে যাদের ভালোলাগে তাদের কাছে বই মানেই অনেক কিছু্......।
আলাদা একটা জগত, যেখানে কিছু মানুষ থাকে যাদের সুখ-দুঃখ সব নিজের মনে হয়.......এটা আসলে বলে বোঝানো যাবে না
যখন ছোট ছিলাম একটা নতুন বই হাতে পেলে খাওয়া-দাওয়া, গোসল, খেলাধুলা সব ভুলে বই পড়তাম । বই এর চরিত্রদের মনে হতো নিজের কাছের কেউ.......তারা দুঃখ পেলে সেই দুঃখ বই শেষ হবার পরও অনেকদিন মনে থাকতো আর খালি লেখক এর উপর রাগ হতো কেন ওদের এতো কষ্ট দিলো .........এখনো এমনি লাগে
বই পড়ার সাথে আরেকটা কাজ করতাম বই আর কোনো কথা ভালো লাগলে লিখে রাখতাম......কিছু কথা পড়ে মনে হতো আরে এতো আমার মনের কথা.......আর কিছু কথা জীবন কে নতুন করে দেখতে শেখাতো.......আর তখনি বই পড়ার আসল মানে বুজতাম,
আমার কাছে মনে হতো.......
"বই শুধু আনন্দই দেয়না জীবনটাকে নতুন করে বুজতে শেখায়"
আজ আপনাদের সাথে আমার ভালোলাগা কিছু কথা শেয়ার করবো
শুরু করবো আমার অনেক প্রিয় লেখক হুমায়ূন আহমেদ কে দিয়ে........।
১। কোনো একটা ভাল বই পড়লে আমার তৎক্ষণাৎ ইচ্ছে করে অন্যদের সেই গল্পটা পড়াতে। আমি চাই আমার বাক্তিগত ভালোলাগাটা ছড়িয়ে পড়ুক--অন্যরাও আমার মতো রোমাঞ্চিত হোক --------হুমায়ূন আহমেদ
২। কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে । সেই চেষ্টা সচেতন ভাবেই করা হয় এবং সে কারনেই সে লজ্জিত বোধ করে মৃত্যু এমন একটি ঘটনা। অতি প্রিয়জনের মৃত্যুও আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি -------------কোথাও কেউ নেই------হুমায়ূন আহমেদ
৩। পৃথিবীতে অনেক রহস্য আছে। সেই সব রহস্যের একটা হচ্ছে মানবিক সম্পর্ক। এর কোন ধরাবাধা নিয়ম নেই। হঠাৎ যে কোন একজন মানুষের জন্য হৃদয় মমতায় উদ্বেলিত হতে পারে---------কোথাও কেউ নেই----------হুমায়ূন আহমেদ
৪। অনেক কিছুই আমরা বলতে চাই বলতে পারিনা দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়-------------কোথাও কেউ নেই------হুমায়ূন আহমেদ
৫। মানুষের ভালবাসায় যে অভ্যস্ত হয়ে যায় সেই ভালবাসা না পেলে সে অথৈই জলে পরে যায়------তেতুল বনে জোসনা------হুমায়ূন আহমেদ
৬। চোখে চোখ রাখার খেলা মেয়েরা ভাল পারে-----কহেন কবি কালিদাস ------হুমায়ূন আহমেদ
৭। কিছু কিছু মানুষ আদর, স্নেহ, ভালবাসা এইসব মহৎ গুণ নিয়ে জন্মায় কিন্তু তা প্রকাশ করতে পারে না------কহেন কবি কালিদাস ------হুমায়ূন আহমেদ
৮। লোভ সামলানো কঠিন ব্যাপার। এভারেস্ট জয় করা যায় কিন্তু লোভ জয় করা যায় না---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ
৯। শিশু এবং মহিলা এই দুই শ্রেণী নিজের স্বার্থ সম্পর্কে খুব সজাগ। ---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ
১০। পৃথিবীর সবার কাছে ছোট হওয়া যায়, স্ত্রীর কাছে ছোট হওয়া যায় না
---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ
১১। একজন বিবাহিত মেয়ে কোনদিনই কুমারী জীবনে ফিরে যেতে পারে না, কিন্তু কাছাকাছি হয়ত যাওয়া যায়। চেষ্টা করলেই যাওয়া যায়।
---------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ
১২। কিছু কিছু যন্ত্রণা আছে যা একা বহন করতে হয় এবং যন্ত্রণা জয়ের পথ বের করতে হয়-------------ছায়াবীথি--------হুমায়ূন আহমেদ
১৩। মানুষের মন যখন নিধারুন ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে , কেউ তর্জন-গর্জন করে ,কেউ কবিতা লেখে---------মহেশের মহাযাত্রা------ পরশুরাম
১৪। মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকেনা, কান্নাই তখন তাদের একমাত্র আবরণ-------------দেহান্তর--------শরদিন্দু বন্ধোপাধ্যায়
১৫। যাকে খুবই ভালোবাসা যেতে পারত তাকে ভালোবাসবার
অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায়, তখন সেটা ভালোবাসা দাড়াঁয় না, সেটা দাড়াঁয় একটা অন্ধ-বিদ্বেষ, ভালোবাসারই উলটো পিঠ ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর
১৬। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে
সতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি--নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য জুলুম--যেখানে মনে করি, আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করবো ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর
১৭। দ্বিধা করে নিজেকে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ করে না মেয়েরা তাকে যথেষ্ট করে প্রত্যক্ষ করে না ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর
১৮। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়, তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের মনে এসে আঘাত করে। সেই সময়ে দ্বার খোলবার চাবিটি যদি না পওয়া গেলো তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈবশক্তি আর জোটে না ----------- শেষের কবিতা ------- রবীন্দ্রনাথ ঠাকুর
১৯। এ দেশে মেয়েদের উচিত স্বাভাবিক সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া । এখানে ব্যতিক্রম হওয়ার চেষ্টা মানে পরিণামে নিঃসঙ্গতা, বুকভরা নিঃস্বতা -------- কালপুরুষ------
সমরেশ মজুমদার
২০। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না, তবে আবেগ জিনিসটা মানুষের দৃষ্টিকে বড়ো ঘোলাটে করে দেয়-------- কাছের মানুষ--------- সুচিত্রা ভট্টাচার্য
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১২ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



