somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত ১৫ মার্চ ২০১০ তারিখে লেখা এই ব্লগে শেয়ার মার্কেটের ভবিষ্যৎবানি দেখে আজকের মার্কেট সম্পর্কে ধারনা নিন।

১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১০ জানুয়ারী, ২০১১

শেয়ার মার্কেটে বর্তমান ধ্বসের কারনগুলোর একটি। এগুলি ঠিক না হলে ভবিষ্যৎ আরও খারাপ। গত ১৫ মার্চ ২০১০ তারিখে লেখা

শেয়ার মার্কেটে যারা কারসাজি করে এদের বাটপার বলা হয়।

যেখানে শেয়ার মার্কেট অনেক আগেই এদেশের অর্থনীতির একটি অন্যতম ও পজিটিভ ইনভল্ভড ফ্যাকটর হওয়া উচিত ছিল সেখানে বাংলাদেশ শেয়ার মার্কেটের উদ্দেশ্য এবং বিধেয় দুইই হলো কিছু বড় বড় বাটপার প্রতিষ্ঠান, নিয়ন্ত্রন সংস্থা এসিসি, অর্থ মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট সরকারী দপ্তর এবং মাফিয়া ইনভেস্টরদের সাথে মিলে ক্ষুদ্র বিনিয়োগ কারীদের টাকা নিয়ে যাওয়ার একটি সফল ও অনৈতিক মার্কেট।

ছোট্ট একটি উদাহরন দিলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আসলে এরকম অসংখ্য ফন্দি-ফিকির করে পাবলিকের টাকা খেয়ে তাদের পথে বসানোই শেয়ার মার্কেট, এসিসি ও অর্থমন্ত্রনালয়ের মিশন এবং ভিশন।

যেমন কিছুদিন আগে ওশেন কন্টেইনার লিমিটেড নামক একটি কোম্পানী শেয়ার মার্কেটে এসেছে এবং প্রথম দিনই তার ১০ (দশ) টাকার শেয়ার ২৫০ (একশত পঞ্চাশ) টাকায় বিক্রি হয়ে সর্বচ্চ ৩৫০ টাকায় বিক্রি হয়েছে যার মূল্য আজ গতাকাল (১৫ মার্চ ২০১০) ২৭৮ টাকা ছিল।

এখন দেখা যাক বিষয়টা কি হলো ? ধরে নিলাম ওসিএল মানে ওশেন কন্টেইনার লিমিটেড প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসেবে ৫০ কোটি টাকার শেয়ার মার্কেটে ছাড়লো (শোনা যায় ২৫ কোটি টাকার শেয়ার ছেড়েছে), এবং গড়ে ৩০০ টাকা দরে শেয়ারগুলো বিক্রি করলো। তাহলে কি করলো ? ১০ টাকাকে ৩০০ টাকা দরে বিক্রি করলে ৫০ (পঞ্চাশ) কোটি টাকাকে বিক্রি করলো ১৫০০ (পনেরশত কোটি) কোটি টাকা।

এখন দেখা যাক কি হওয়ার কথা ছিল ? নিয়ম মত যে কোন কম্পানী মার্কেটে আসতে চাইলে তাকে প্রাইমারী শেয়ার মানে আইপিও মানে সম্প্রতি গ্রামীন ফোনের শেয়ার যেভাবে আবেদনের ভিত্তিতে লটারীর মাধ্যমে মার্কেটে ছেড়েছে সেভাবে আসতে হবে। গ্রামীন এর ক্ষেত্রে দেখেছেন, ১০ টাকার শেয়ারের সাথে সম্ভবত ৬০ টাকা প্রিমিয়াম যোগ করেছে ৭০ টাকায় বিক্রি করেছে (এখানে গ্রামীনে মত কম্পানী ৬০ টাকা নেয়া ঠিকই আছে), এখানে বিশেষ ভাবে লক্ষ্যনীয় যে এই প্রিমিয়াম নির্ধারন করার একটা নীতিমালা আছে যদিও কতটুকু কি আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

এখন প্রশ্ন হলো ওসিএল যদি গ্রামীনের এই প্রক্রিয়ায় আসতো তাহলে কি হতো ? হ্যা সেই ক্ষেত্রে ওসিএল এর দশ টাকার শেয়ারের সাথে সর্বচ্চ ৪০ টাকা প্রিমিয়াম যোগ হয়ে ৫০ টাকায় বিক্রি হতো। তাহলে ৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হতো ২৫০ কোটি টাকায় । দেখা যাচ্ছে কোম্পানীটি আইপিও ডিক্লিয়ার না করে সরাসরি লিস্টিং করে সেকেন্ডারী মার্কেটে শেয়ার ছেড়ে এবং মার্কেটে কোম্পানীর প্রফাইল নিয়ে কিছু রিউমার ছড়িয়ে দিয়ে প্রান্তিক বিনিয়োগ কারীকে লোভ দেখিয়ে ১২৫০ কোটি টাকা বাড়তি নিয়ে গেল হার্ড ক্যাশ হিসাবে। একাজে সে মন্ত্রনালয় ও এসিসি সহ সংশ্লষ্ট অফিসগুলোতে হয়তো ১০০ কোটি টাকা খরচ করেছে এডভান্স কারন তারা দায়িত্ব পালন করলে এটা করা সম্ভব নয়। কত সহজে কয়েক দিনেই ১০০০ কোটি টাকার উপর উপার্জন (?) করে নিল, হায় বাটপারের দেশ'রে !

কাজটা কি ভাবে করলো ? ওসিএল অর্থমন্ত্রনালয়ের একটা বিশেষ অর্ডার নিয়ে কোম্পানীটি আইপিও না দিয়ে এসিসির সহায়তায় সোজা সেকেন্ডারী মার্কেটে ৫০ কোটি টাকা ৫ দিনে ১৫০০শ কোটি টাকা নিয়ে গেল।

আপনাদের কি মনে হয় ? এই টাকা কার পকেট থেকে যাবে ? অবশ্যই এই পুরো টাকাটাই যাবে প্রান্তিক বা ম্যাঙ্গো বিনয়োগকারীর পকেট থেকে।

এর বিচার কি হওয়া উচিত ? বিচার না। প্রকাশ্য দিবালোকে কোট-টাই পরা বাটপার লোকের এরকম বাটপারী যার ক্ষতি পরিমান ব্যপক তা নিয়ে কোন আইন আদালতে না গিয়ে সরাসরি গন রায় দেয়া হলোঃ

১. ম্যাংগো বিনিয়োগকারী এবং আমার মত সামান্যতম খোজ খবর রাখা ম্যাংগো জনতা মিলে ঐ কোম্পানীর মালিককে ধরে এনে স্টক এক্সচেঞ্জের সামনে খালি গায়ে দাড় করিয়ে মার্কেটে তার থাকা সবগুলো শেয়ার সর্বোচ্চ দর যত উঠেছিল সেই দরে কিনে নিতে হবে। এবং যতক্ষন পর্যন্ত সবগুলো কেনা না হয়ে ততক্ষন ঐ রাস্তায় ঐ ভাবেই খালি গায়ে দাড়িয়ে থাকবে। সমান্যতম অন্যথায় RAB ওকে ঐখানেই ক্রস ফায়ার করবে। কারন এ কালা ফারুকের চেয়ে জঘন্য অপরাধী।

২. ঐই কাজে জড়িত সরকারী নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ যারা জড়িত ছিল মন্ত্রী, সচিব, চেয়ারম্যান নির্বিশেষে সবগুলিকে ধরে এনে এক সাথে খালি গায়ে রাস্তার মাঝখানে দাড়করিয়ে রাখা হবে। কারন যারা এই শেয়ার কিনেছিলেন তারা শেয়ার বেচে যাওয়ার সময় এদের উদাম শরীরে থুথু দিয়ে যাবে। এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে এই কয় বাটপারকে বাংলাদেশের বাইরে কোথাও ফেলে আসা হবে। (দেশে এমনিতে কোট-টাই পড়া বাটপার গিজগিজ করছে আরও অনেক ফেলতে হবে।) সামান্য অন্যথায় RAB তো থাকলই।

উপসংহারঃ সবগুলো সরকারী কোম্পানীকে অতিস্বত্ত্বর মার্কেটে এনে (অর্থমন্ত্রী ক্ষমতায় এসেই ঘোষনা দিয়েছিলেন বিটিসিএল টেলিটক সহ সরকারের ২৬ কোম্পানী ৩০% শেয়ার মার্কেটে ছাড়বে, যা শেয়ার মার্কেট আজকের আকারে বেড়ের ওঠার অন্যতম কারণ। কারন সাধারণ মানুষ মন্ত্রীর আস্বাশ শুনে মার্কেটে বিনিয়োগ করলেও ২ বছরে সরকারী কোম্পানীগুলোর একটিও মার্কেটে আসেনি ) এবং শেয়ার মার্কেটকে যথাযথ নিয়ন্ত্রন মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে থেকে নির্বচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দেয়া হউক। এদেশের অর্থনীতিতে সঠিক ও প্রয়োজনীয় অবদান রাখার জন্য এই মার্কেটকে এখনই পুরো সাফ করা জাতির জন্য আজ ফরজ হয়ে গেছে তাই এই মার্কেট নিয়ে যারা এমন অনৈতিক কাজ করে গরীবে হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে ঝ দেশের অর্থনীতিতে ব্যপক ক্ষতির বীজ বপন করে চলেছে তাদের এমন আদর্শ শাস্তিই দেওয়া উচিত দেশের বৃহত স্বার্থেই।

দ্রষ্টব্যঃ আলোচ্য ওসিএল কম্পানীটি শোনা গেছে বানিজ্য মন্ত্রী ফারুক খানের। তাকে আগামীকালের মধ্যে পাবলিকের ১৫০০শত কোটি টাকা ফেরত দিতে হবে। অন্যথায় তাকে রেবের ক্রসফায়ারে হত্যা করা হবে কারন একাজ করে সে কালা ফারুকের চেয়ে কুকাজ করেছে।

আজ ১০ জানুয়ারী, ২০১১
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। গানডুদের গল্প

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮




তীব্র দাবদাহের কারণে দুবছর আগে আকাশে ড্রোন পাঠিয়ে চীন কৃত্রিম বৃষ্টি নামিয়েছিলো। চীনের খরা কবলিত শিচুয়ান প্রদেশে এই বৃষ্টিপাত চলেছিলো টানা ৪ ঘন্টাব্যাপী। চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া সেবারই প্রথম... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

জামায়াত শিবির রাজাকারদের ফাসির প্রতিশোধ নিতে সামু ব্লগকে ব্লগার ও পাঠক শূন্য করার ষড়যন্ত্র করতে পারে।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৯


সামু ব্লগের সাথে রাজাকার এর সম্পর্ক বেজি আর সাপের মধ্যে। সামু ব্লগে রাজাকার জামায়াত শিবির নিষিদ্ধ। তাদের ছাগু নামকরণ করা হয় এই ব্লগ থেকেই। শুধু তাই নয় জারজ বেজন্মা... ...বাকিটুকু পড়ুন

×