somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

I am an arbrital error

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পাতাঝরা শোক

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

বৃক্ষের পাতাঝরা শোক নিয়ে হেঁটেছি এক সমূদ্র
ক্ষয়ে যাওয়া প্রতিটি স্পন্দে আমি জেনেছি কতটুকু ব্যথা বয়ে নিয়ে যাই বুকে
আমার সলীল সমাধিতে; পাখির ঠৌঁটে করে বয়ে নিয়ে যাওয়া সুখ তার জেগেছিলো বনে
সে আমাকে দিয়েছিলো জ্বরতপ্ত দিনে শান্তির শীতল পরশ
সেই সুখ আমি খুঁজেছি - ঠিক তার কাছে
আত্মায় পেয়েছি তাকে, সে আছে আজীবন
ব্যথার পরতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

ছড়া

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রাতদুপুরে কাক ডাকেনী কাঁদছিলো গলির কুকুর টা
সময় ছিলো তিনটা বেজে মিনিট কাঁটার ঘড়িটা
সকালবেলায় ডুব দিয়েছে রাত্রি আনার বুড়িটা
চাঁদ মামাটা ঘুমিয়ে আছে সুয্যি হলো সকালটা বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

অভিক্ষেপ

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

সময়ের অভিক্ষেপ জুড়ে যতটা আমার
ছায়া
ঠিক ততটাই তুমি ছিলে
তোমার অগোচরে আজও মন কাঁদে
যখনই আকাশ জুড়ে নিরবতা জেগে উঠে বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

Dream

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

I can't cry when you cry
I can only smile like a butterfly
I can't love while you loving
I can only fly like kisses
I can't touch while you touching
I can only dream like a crow that
oneday I can sing the song that you
like বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

চন্দ্র

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

কেন চাঁদ বললিনা তুই আমায় ছেড়ে
দূরে ক্যান একলা হাসিস চোখটা টিপে
কি জাদু মায়ায় পুড়িস মেঘগুলিকে
সে যে এক রাজকুমারীর ভাঙলো নিঝুম
দুপারে রাখবি যদি নীলচে দেয়াল
রঙের ঐ চুমচুমিতে বিষাদ কেয়ার
গন্ধে আকুল করিস যদি দিসনে ধরা
এ কেমন নিয়ম রে তোর হচ্ছি পাগল
যদি ঐ শাওন বনে তুই ডুবে যাস
একটু সময় নিয়ে শুধু আমায় কাঁদাস
সবকিছুতে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

গোধূলি বিকেল

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৪

যদি ভোরের উঠোন জুড়ে তোমাকে পেতে
ইচ্ছে করে ধানের শিষে, রৌদ্রজ্জ্বল
দিঘির ছায়ায়, কিংবা অদূরে কাজল
মাখা হাসিতে তোমার
ইচ্ছে যদি করে পাশাপাশি গোধূলির
কোমল সূর্যের স্নিগ্ধ পরশ
যদি ইচ্ছে করে তুমি নীল শাড়িটি পড়ে
এসো
শুধু তোমাকে দেখবো আজীবন
ইচ্ছে যদি করে রাত্রি জুড়ে জড়িয়ে
ঘুমোতে
আমার কত শত ইচ্ছে অথচ শেষরাতে ঘুম
ভেঙে বুক ভাঙে
তুমি তো আমার নও বিকেল
তুমি তো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৮২ বার পঠিত     like!

ধূপপোকা

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

ছায়ার ঘরের দিকে আমি তাকিয়ে
দেখি
শূন্য দেয়ালিতে কেবলই ধূপপোকা
শবের দেহ নিয়ে পরে রই
শুধুই কি তাই এতটাই চাও তুমি
যদি দেখতে নগরের প্রাচীর দেয়ালে
একলক্ষ তোমারি শব্দেরা আমাকে
কাঁদায়
যদি জানতে কি কেড়ে নিয়েছো
তবে কখনোই তুমি পারতেনা বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

বাড়ি

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

চোখে আমার বিষাদ জাগে
মন হয়ে ওঠে বিষন্ন আকাশ
রাত্রিতে বেশি মনে পড়ে
করি বিছানায় এপাশ-ওপাশ
ঘুম আসে না রোজকার মতন
একটা করে ঘুমের বড়ি
চোখদুটো ঘুমের কোলে শুতে চায়
মন যায় ফিরে বাড়ি বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

প্রত্যুত্তর

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

একাকিত্বই তোমার প্রয়োজন
মেঘেদের সান্নিধ্যেই তুমি সুখ পাও
কাছে এলেই অচেনার মত হয়ে যাও
তারচেয়ে একাই ভালো থাক
আর দূর থেকেই তুমি মায়াবিনী
আমায় ভালোবেসনা , কক্ষনোই না বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

মহাকালের শাস্তি

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

জানো কি?
বোবা কান্নারা স্থিমিত
আবেগে জোড়া চোখে
তাকায়
মহাকালের এতবড় শাস্তির
বোঝা
বয়ে পিঠ বেঁকে গেছে
একটু ক্ষমার দ্বার খুলে দাও
বুকের প্রশস্ত জমিনে একবার
শুধু কান পেতে শোনো
তোমারি নামে সর্বদা কে
জানি কাঁদে বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

অন্য আকাশ

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

ভেবেছিলাম আকাশের মতন তুমি
আকাশের মতন দিয়েছিলাম তোমাকে
স্হান
অযথাই ছুঁড়ে ফেলে দিলে
বেড়েছে অনেক অভিমান
মানলাম আকাশ তুমি তবে অন্য আকাশ
যেখানে পাখিরা ওড়েনি, মেঘেদের
হয়নি রংধনু
এই আকাশটার মতন বড় বিশাল তুমি
কিন্তু পুরোটা জুড়েই তুমি থাকো
অন্য কেউ সেখানে যায়নি
যাবার পথও খুঁজে পায়নি বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

উড়ো চিঠি

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

বারবার মনে হয়।
কেন উড়ো চিঠির মতন,
এদিক সেদিক ঘুড়ে বেড়াই আমি?
বারবার কেন জানি মনে হয়?
কিসের ক্ষত বুকে পুষি?
বারবার মনে হয় ,কেন আছি বেঁচে!
মনে হয় , মনে হবার যথেষ্ট কারণও আছে।
বারবার মনে হয় ,না ছোঁবার আক্ষেপ।
অস্পর্শজনিত অসুখের ছড়াছড়ি,
নেশার মতন জেকে ধরে।
উদার হয়না মেঘ।
এইসব মনে হয় ,আর ঐসব আরো বেশি।
বারবার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

অতল জলের কাব্য

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

টিকটিক ঘড়ি চলছে
মনের ভেতর কেউ ডাকছে
কোন সে নামে আমায় ডাকে সে
কান পেতে কিছু শুনতে পাইনা
অনুভবে অনুরণে সে এক রোখা
আমায় কি বলে সে জানেনা
নীল আকাশে নীলের মাঝে
অতল জলে আমায় ডাকে সে বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

তোমার কি ছিলো!

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

কখনো আর মুখোমুখি হবোনা তোমার
একটি সত্য মরে যাবে যাক
যেমন মাটি চাপা যায় শেষ রাতের চাঁদ
অনেক সত্যই যেমন চাপা পড়ে শিশির ভেজা ঘাসে
সকালের ব্যাস্ত রোদে
আমার নাহয় ভালবাসা
তোমার কি ছিলো? ছিলো নাতো! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

নিরুদ্দেশ

লিখেছেন ধ্রুপদী ধ্রুব, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

অন্ধকার জলে নীলিমার দিকে হেঁটে চলেছি
বিধুর উষর প্রান্তে কেউ দাঁড়িয়ে নেই
আমি হারিয়ে যাচ্ছি সময়ের হাতে রেখে হাত
আমি মিলিয়ে যাচ্ছি বাতাসের গন্ধে মিশে
আমি ঠিকানাবিহীন অস্তপারে
চিঠি দিয়ে লাভ নেই বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৯৬০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ