জিতবে এবার জিতবে ক্রিকেট
জিতবে এবার জিতবে ক্রিকেট
আরো জোরে সবার আগে
চতুর্পাশে ক্রিকেট তাপে
চার ছক্কা মাঠ পেরিয়ে
খেলছে দ্যাখো দামাল ছেলে।
পেরিয়ে বাঁধা, ঘূর্ণি ধাঁধাঁ, কিংবা গতির তুমুল কোনো ঝড়
জিতবে ক্রিকেট
বাতাস কেটে, তুমুল বেগে, হাজার উল্লাসে জয়ের নিশান গড়।।
আকাশে আজ তোরই কথা
নীল মেঘ চায় তোর বন্ধুতা
রোদ্দুর তোর সাহস ঘামে
জড়িয়ে দেখ বিজয় আনে..
তোকে দেখে তরুণ যুবা, হাজার অযুত দৃপ্ত শপথ
তোকে দেখে সবুজ পাতা, বৃষ্টি ভেজা এই যে পথ।।
গ্যালারি দ্যাখো রুদ্ধশ্বাসে, অপেক্ষা আজ বিজয়ীর
শেষ ওভার, বল আসছে ছুটে, বিজয় ছিনিয়ে আনবে বীর...
উল্লাসে তাই পড়ছে ফেটে, হাজার কোটি ক্রিকেট ফ্যান
ক্রিকেট জ্বরে পুড়ছে বিশ্ব, ক্রিকেট ক্রিকেট গাই জয়গান
#গানটির তিনটা ভার্শন। হিন্দিটা মূল, সিংহলিজ এবং আমাদের প্রিয় বাংলা। সুখের ব্যাপার হচ্ছে, সর্বগ্রাসী ইন্ডিয়া, বাংলা ভার্শনটা ওপাড়ের দাদাদের দিয়ে করাতে চেয়েছিলো,(গিয়েচে, করেচে শুনেচো দাদা টাইপ!) কিন্তু তা সফল হয়নি। লিরিকটা লিখেছেন আমাদের দেশের স্বনামধন্য গীতিকার রানা। (বাপ্পার পরী, সবুজ যখন, ফিরে পেতে চাই সহ অনেক অনেক সুন্দর গানের গীতিকার)। নাহ বেশি ফর্মালি বলা হয়ে গেলো! লিরিকটা লিখেছেন ব্লগার নস্টালজিক , আমাদের ইনসমনিয়াক ক্লাবের ঘুমকাতুরে প্রেসিডেন্ট
গানটা শুনুন এখান থেকে
এবং আরো ডিটেইলস জানতে রানা ভাইয়ার পোস্টের জন্যে অপেক্ষা করুন! (কামিং সুন!)
গো এ্যাহেড টাইগার্স!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


