যুদ্ধাপরাধীদের বিচার কি আদৌ হবে?
এবারের নির্বাচনের প্রাক্কালে মিডিয়া এবং সচেতন নাগরিকদের ভূমিকা ছিল সত্যিই প্রশংসনীয়।আর কিছু হোক বা না হোক,এদের সক্রিয় উপস্থিতি তরুণ সমাজকে স্বাধীনতার চেতনায় উদ্বুব্ধ করেছে।হলপ করে বলা যায়,এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অধিকাংশই মহাজোটকেই ভোট দিয়েছে (যদি "না" ভোটনা দিয়ে থাকে); এবং এর মূল কারণ ছিল,যুদ্ধাপরাধীদের ক্ষমতার আসন থেকে ছিটকে ফেলা।এদের... বাকিটুকু পড়ুন

