সম্পাদকীয়- যেই দুয়ারে হাজারদুয়ারী

লিখেছেন সম্পাদকীয়, ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৮

লক্ষ-কোটি তারকারাজির মধ্যে দিবানিশি যাপনকারী মানুষগুলো বোধে জর্জরিত হইয়া গিয়াছে। তাহাদের সম্মিলিত বোধেই আজকাল মানব প্রজাতির নব নব চিন্তনের উন্মেষ ঘটিতেছে। সুতরাং যাহা কোটি কোটি বছর ধরিয়া প্রতিভাত হইয়া আসিতেছে, তাহাকে এক ফুৎকারে গলাবন্ধনীর আওতায় লইয়া আসাই সম্পাদকীয়ের কাজ। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!