somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে MSCONFIG ব্যবহার করবেন তার বিস্তারিত জেনে নিন?

১৩ ই জুন, ২০১০ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কম বেশি সবাই msconfig-এর সাথে পরিচিত। এটি হচ্ছে Windows Startup,Boot,System,Win, Service নিয়ন্ত্রন করার একটি সহজ উপায়। আজ আমি আমার এই পোষ্টে MSCONFIG নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আমরা যখন Start -> Run -> msconfig টাইপ করে Enter দিই তখন নিচের মত করে একটি উইন্ডো আসে।



এইখানে General অপশনে ৩ ধরনের অপশন আছে।

১ Normal Startup ব্যবহার করা হয় উইন্ডজের সকল লোকাল ডিভাইস(যেমন ঃ র‌্যাম,গ্রাফিক্স,সিডি ইত্যাদি) ড্রাইভের এবং সেবার জন্য

২ Diagnostic Startup ব্যবহার করা হয় অতীব জরুরী লোকাল ডিবাইস ড্রাইভের এবং সেবাসমূহ ব্যবহার করার জন্য, যা কাজ না করলে আপনার কম্পিউটার ঠিকভাবে কাজ করতে সম্যসা হয়।

৩ Selective Startup ব্যবাহার করা হয় ব্যবহারকারির ইচ্ছে অনুযায়ী। প্রথম ৩টি অপশন কোন কিছু না করাই ভাল Advanced user ছাড়া।

এখন SYSTEM.INI অপশনে আসুন



এই অপশনটি Advanced User এর জন্য। কেননা এইখানে যে অপশনগুলো আছে তা ঠিক করার জন্য আপানাকে কোন অপশনের কি কাজ তা জানতে হবে।

এখন WIN.INI অপশনে আসুন



এই অপশনটিও Advanced User এর জন্য। কেননা এইখানে যে অপশনগুলো আছে তা ঠিক করার জন্য আপানাকে কোন অপশনের কি কাজ তা জানতে হবে।

এখন BOOT.INI অপশনে আসুন



এই BOOT.INI অপশনটি হল, আপনার কম্পিউটারের কিভাবে বুট করবে তা ঠিক করে দেয়ার জন্য। বুট বলতে এইখানে কম্পিউটার চালু হওয়ার সময় থেকে কম্পিউটার লগিন করার সময়কে বুঝানো হয়েছে।

যাদের কম্পিউটারে দুটি অপারেটিং সিস্টেম ইনস্টল রয়েছে তারা হয়ত লক্ষ্য করেছেন যে আপনাকে ৩০ সেকেন্ডের সময় দেয়া হয়, কোন অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করবেন তা পছন্দ করার জন্য।

এখন আপনি ইচ্ছে করলে এখানে ঠিক করে দিতে পারবেন কোন অপারেটিং সিস্টেম এর নাম প্রথমে দেখাবে, কত সময় দিবে পছন্দ করার জন্য, কোন অপারেটিং সিস্টেম নিজ থেকে বুট করবে ইত্যাদি।

উদাহরণ হিসেবে আমি আমার নিজের কথা বলি।
লক্ষ্য করুন যে, নীল অংশে "Microsoft Windows XP Professional" দেয়া আছে এবং এর নিচে "Microsoft Windows XP Professional (TuneUP Backup)" দেয়া আছে। এবং Timeout হিসেবে ৩ সেকেন্ড দেয়া আছে।

তা হলে এর মানে হল, আমি যখন আমি আমার কম্পিউটার চালু করব তখন কম্পিউটার আমাকে ৩ সেকেন্ড সময় দিবে অপশন পছন্দ করার জন্য। আর আমি যদি এই ৩ সেকেন্ডের মধ্যে কোন কিছু না করি তাহলে সে নিজ থেকে "Microsoft Windows XP Professional"-এ প্রবেশ করবে।

/SAFEBOOT অপশনটি ব্যবহার করা হয় সেফ মোডে কম্পিউটার চালু করার জন্য। আপনি F8 দিয়েও এই কাজটি করতে পারবেন।

/NOGUIBOOT এই অপশন-টি ব্যবহার করা হয় কোন ধরনের গ্রাফিক্যাল ইন্টারফেস না দেখানোর জন্য।

/BOOTLOG এই অপশনটি ব্যবহার করা হয় আপনার কম্পিউটার যখন বুট করে তখন তার তথ্য সংগ্রহ করার জন্য এবং এটি Ntbtlog.txt নামে systemroot ফোল্ডারে থাকে

/BASEVIDEO এই অপশনটি ব্যবহার করা হয়, যদি আপনার কম্পিউটার কোন PCI Driver সম্যসার কারণে ঠিকমত লগিন করতে না পারে। এই অপশনটি আপনাকে Standard Video GRaphics adapate (VGA) এর সাহায্যে বুট করতে সাহায্য করে। আর আপনি আপানার কম্পিউটার-এ লগিন করার পর আপনার PCI Driver-এর সমস্যা সমাধান করতে পারবেন।

/SOS এই অপশনটি ব্যবহার করা হয় আপনার কম্পিউটার যখন বুট করে তখন কি কি Device Driver কাজ করছে তা দেখার জন্য।

লক্ষ্য করুন ঃ আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটার লগিন করার সময় আপনার বুট মেনুর নাম পাল্টাতে পারবেন। নিচের ছবির মত



কিভাবে এই কাজটি করবেন তা দেখুন এইখানে

এখন Service অপশনে আসুন



এই অপশনটি হচ্ছে আপনার কম্পিউটারে কি কি Windows Service চালু আছে তার তালিকা। আপনার কম্পিউটার যদি কোন কারণে কাজ করা বন্ধ করে দেয় লগিন করার পর তখন আপনি এর সাহায্য নিতে পারেন। তবে মনে রাখবেন, যাতে ঐ সকল প্রোগ্রাম বন্ধ না হয় যা কম্পিউটার ঠিক মত কাজ করার জন্য বাধ্যতামূলক। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে Advanced User হতে হবে।

এইবার চলুন Startup অপশনে



এই অপশনটি হল আপনার কম্পিউটার চালু হওয়ার সময় কি কি প্রোগ্রাম চালু হল তার তালিকা। আমাদের মাঝে অনেকে রয়েছে যারা খুজে বেড়ায় কিভাবে Windows Startup Program বন্ধ করা যায় কম্পিউটারের গতি বাড়ানোর জন্য, যখন কম্পিউটার লগিন হয়। আর তার সমাধানে এই অপশনটি ব্যবহার করা যেতে পারে।

আরো বিস্তারিত দেখতে পারেন এইখানে
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৮
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×