ঘূণে ধরা বিশ্বাস
খোলা মাঠ ছুটে চলা,
নিঃসঙ্গ ভালবাসা নিয়ে আকাশের সাথে কথা বলা।
অনুভব করবে ব্যাথাময় আনন্দ,
বাস্তব আর কল্পনার সাথে লেগে যাবে দন্দ।
ভুলে যাবে সব, মুছে যাবে সব, ঝাপসা হয়ে যবে।
কিছুই রইবে না তার দাগ থেকে যাবে।
বাস্প হয়ে উড়ে যাবে ভরসার উস্ন নিস্বাস, ... বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ৬৪ বার পঠিত ০

