
হিন্দুর বিশ্বাসে দুর্গা দশভুজা দেবী
সমগ্র জগত জুড়ে। প্রতিষ্ঠায় ন্যায়,
কৃতীত্ব অসুর বধে। ভক্তের মঙ্গল
বিধানে আসেন দেবী শরতের কালে।
গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী শিব
স্বামী ও সন্তান নিয়ে কৈলাশেতে বাস
সকল দেবতা-দেবী পরিবারে সব,
পূজা ও পার্বণে তারা স্মরণীয় হয়।
দুর্গার প্রকৃত কথা ভক্ত দল প্রতি,
অসুর বিনাশ কর! উল্টা যদি হয়
ভক্তই অসুর, তবে কি উপায় হবে?
ধরায় দেবীর প্রতি অনুগত দলে
খলের আশ্রয় নেই,এসকল জন
নিরন্ত আঁধার যাত্রী, দেবী শত্রু এরা।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্র কবিতাটি হিন্দু ভক্তদের অনুরোধে লেখা, তবে খেয়াল রেখেছি যেন আমার বিশ্বাস লংঘন না হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




