প্রফেশন
তিনি পেশাবান কইতে হয় না গো
পেশা তার মুখে ছড়ানো রইছে
তার কথায় থাকতে হয় না
তার গন্ধে বোঝা লাগে না
তিনি শুইলেই বইলেই হাগলেই
তিনি থাকলেই পেশা থাকে
পেশা থাকলেই তিনি থাকেন
পেশা সুন্দর, কবরের চাদর
জড়ায়া থাকেন বুকের ভেতর
জীবনভর।
শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা জাপান। বাকিটুকু পড়ুন
