এ লজ্জা কোথায় রাখি

লিখেছেন হেঁয়ালী, ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৪৫

কার্টুনে বিড়ালের নামের আগে মুহাম্মদ লাগিয়ে কার্টুন আকার অপরাধে কার্টুনিস্ট আরিফ এখন জেলে। কার্টুন এ নাকি "মুহাম্মদ সা:-কে ব্যঙ্গ-বিদ্রূপ করে মুসলমানদের অন্তরে চরম আঘাত হানা হয়েছে"। কার্টুনটি আমি দেখেছি, এবং আমার মোটেও মনে হয়নি যে কার্টুনিস্টের এমন কোনো উদ্দেশ্য ছিল। যদি শুধু একজন মানুষ ও এটা মনে করতেন তাহলে আমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!