আমি হিমকন্যা!!

লিখেছেন হিমকন্যা, ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১

পৌষের হিমেল হাওয়ায় চরে হিমকন্যার সামহয়্যারইনে প্রবেশ।শীতল বাতাসে তার নির্ঘুম অনুভূতিগুলো উষ্ণতা ছড়ায়।

হিমকন্যা বাঁধ ভাঙার আওয়াজ শুনতে পেয়েছিল সেই কবে।নানা অসুবিধার কারণে ভাসতে পারেনি বাঁধ ভাঙা জলে।

আজ তার জন্য তাই এক অন্যরকম ভাললাগার দিন।পৌষের হিমশীতল আবহওয়ায় বিজয় দিবসের এই উষ্ণদিনে হিমকন্যা মিশতে চাইছে হাজারো ব্লগারদের সাথে।তাদের বুঝতে চাইছে,বুঝাতে চাইছে নিজের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!