শূন্যতা
জীবনের আকাশটা কেমন যেন কাল হয়ে আছে।
আশার সূর্য টার হয়ত দেখা মিলবে না।
বৃষ্টির ফোঁটা গুলো অবিশ্রান্ত ভাবে অশ্রু হয়ে ঝরে পড়ছে।
জীবন,দেয়ালে ধাক্কা খেয়েই যাচ্ছে অবিরাম।
জানিনা কবে সাঙ্গ হবো,মৃত্যুর দেখা পেলে হয়ত বেঁচে যেতাম।
নিস্তব্ধতা কখনো বিষাদময় হয়ে উঠে,কখনো বা প্রফুল্ল ময়।
একাকিত্ব কখনো তুখোড় আড্ডাবাজ বন্ধুর চেয়েও প্রিয় হয়ে উঠে, ... বাকিটুকু পড়ুন
৫ টি
মন্তব্য ১২৫ বার পঠিত ৩

