অভিমানি মেঘনা - ২
এখানেই তুমি আর আমি করেছি দির্ঘ দিন বাস।
কেন তুমি এতো পাষাণ করো ওদের হতাস!
আর কতো শুনতে চাও জেলেদের আর্তনাদ আর দির্ঘশ্বাষ ?
বধির তুমি, পাষাণ তুমি কি লাভ তোমার করে সব সর্বনাষ!
প্রখড় স্রোতে, প্রবল বেগে করছো তুমি ধংসযজ্ঞের আনন্দ উল্লাস!
পূর্ণিমা রাতে তোমার নেশা একটু বেশি বাড়ে আর আমার বাড়ে শ্বাষ। ... বাকিটুকু পড়ুন


