বিরহ
কেউ কোথাও জেগে আছে
আমারই মতো
নিঘু'ম
তাকে বলি হৃদয়ের ব্যথা
উপশমের আশা আর নেই
আরোগ্য অসম্ভব জানি
তবু তার কথা ভাবি ... বাকিটুকু পড়ুন
কেউ কোথাও জেগে আছে
আমারই মতো
নিঘু'ম
তাকে বলি হৃদয়ের ব্যথা
উপশমের আশা আর নেই
আরোগ্য অসম্ভব জানি
তবু তার কথা ভাবি ... বাকিটুকু পড়ুন
এখন মধ্যরাতে
এমনকি ক্লান্ত বিস্ময়ও
হাওয়া বয় খুচরো
পথের পানিতে ভাঙ্গা পয়সার কৌমুদী
তখনও এ গ্রহের পথে কেউ থাকে
কাঙ্গাল বলেও উপেক্ষা নেই
সামান্যই পায় যদিও ... বাকিটুকু পড়ুন
কাছেই আছি, এইতো আমি
শিশুর চিৎকারের মতো জরুরী তলবে
মানুষ মানুষ চায়
আদি পিতা উদ্যানে বিমষ'
আদি মাতা প্রস্তুত হয়
যখন প্রকৃতি শান্ত, যখন সাগরে ঢেউ
তখনও তৈরি রেখেছি শরীর ... বাকিটুকু পড়ুন
এখন সমস্ত দিন কমে'
অবসরে তোমার মুখ মনে পড়ে
স্মৃতির এ্যালবাম খুলে যায়
ছোট ছোট সুখ
এই ছিলো আমাদের প্রেম
যে অতীতের কথা ভাবে না
সে আগামী তৈরি করতে পারে না ... বাকিটুকু পড়ুন
পথের পাশে বাড়ি
বাড়িতে সে থাকে
এই পথটা তাই আমার কাছে প্রিয়
বুড়ো দোকানীকে বলি চাচা
এমন দুল'চ্ছন হয়েছি আহাম্মক
লাল সাট' কিনে আরো দুদ'শা
হাসাহাসি চারিদিকে ... বাকিটুকু পড়ুন
দুপুরের ক্ষণ
দূরাগত নিরবতা ঘনায়
জল কি পাথর
বহু পুরাতন কথামালা
বাইরে বেরিয়ে এসে অলস ঝিমায়
কথামালা বড় নিদ'য়
মনের বশবতী' শরীর তখন বিশ্রাম চায় ... বাকিটুকু পড়ুন

