১।
স্বঘোষিত ব্লগার ইমরান সাহেবের হরতাল বিরোধী আন্দলনের কথা শুনলেই হাসি পায় । পুলিশি পাহারায় কি জে হরতাল বিরোধী মিছিল করেন উনি তা উনিই জানেন । জনসাধারণের এই রকম নিরাপত্তা লাগে না আন্দোলনে । তারা নিজেরাই নিজেদের দেখতে পারে ।
২।
আর ওইখানে এতো নিরাপত্তা না দিয়া হিন্দুদের মন্দির পাহারা দিতে পুলিশ পাঠাও । আর একটা নিরাপরাধ মানুষ মরলে আমি জামাতরে গাইলামু না আমি গালি দিমু সরকাররে । সরকাররে ভোট দেয়া হইছে আমার সার্বিক দিকে লক্ষ রাখার জন্য । আমার নিরাপত্তার জন্য সরকাররে দায়ি থাকতে হবে । কোন হাংকি পাংকি চলবে না । আমার জীবন রাখতে আর্মি নামাইতে হইলে নামাবা । নাইলে আমি গালি দিমু ।
৩।
স্বরাষ্ট্র মন্ত্রি কইল - একদল ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক চায় না । তাই তারা হরতাল দিয়েছে । আরে মখা বা মগা আমিও চাই না । হেরা সমানে আমাগ গুয়া মারে । এরপর কেম্নে আমরা তাগো লগে বইয়া চা খামু ? ঘিলু বাড়া ।
৪।
রাজীব হত্যার খুব কম দিনের মধ্যে তার হত্যাকারীদের ধরা হইছে । তাইলে সাগর রুনির কি হইলো ? তাগো শহীদ উপাধি দিয়া ছাইড়া দেন । হত্যাকারী অবশ্যই ঘৃণার যোগ্য । কিন্তু একেক জায়গার খুনি একেকভাবে আদর পাবে টা কি থিক ?
[ একবার ব্লক খাইছিলাম । আবার মনে হয় ব্লক খামু । তাও সত্যি কথা কথা কইছি । সত্যি কথা কইতে ডর নাই । আমি বাঙালি ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




