দেবী তোমার চোখে কাজলের
শেষটানটায় প্রাণ আছে জানো?
আগেও বলেছি তুমি যখন হাস,
সেখানটায় সুখেরা এসে ভর করে।
তারপর সেই সুখগুলো ছড়িয়ে পরে,
তোমার চোখের পাতায়, কপালে
চুলে, গালে, ও ঠোটে।
এভাবে একটু একটু করে সমস্ত শরীরে।
শুধু বলিনি ঐ সুখগুলো,
কখন কীভাবে যেন -
আমাকেও স্পর্শ করে।
আমি তার ছুটে চলা অনুভব করি,
আমার প্রতিটি রক্ত কণিকায়।
হৃদপিন্ড, ফুসফুস, মস্তিষ্ক সহ,
আমার প্রতিটি ধমনী ও শিরায়।
এই সুখটাই আমার হৃদয়ে,
বাম ডান অলিন্দে,
ঝড়ো হাওয়া হয়ে বয়ে যায়।
মহানন্দে ছন্দে নৃত্য করে বেড়ায়,
শরীরের প্রতিটি কোষ কলায়।
আমার সমস্ত স্নায়বিক চেতনায়
আমি অনুভব করি,
নিদারুণ নেশার প্রবল ঘোর।
তোমাকে নিঃশব্দ গগণ বিদারী চিৎকারে,
বারবার বলি, ভালোবাসি, ভালোবাসি।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



