somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কবি। কবিতা লিখি আর মানুষের সুন্দর কবিতা গুলো দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হই।

আমার পরিসংখ্যান

রুবাইয়াত নেওয়াজ
quote icon
কবিতা লিখি গান গাই মাঝে মাঝে গীটার বাজাই
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দহন

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১১

মুছে যাওয়া শোক,
বিষন্ন মন!
আমার আধাঁর জানে,
বেদনার দহন!
কথামুখোর স্মৃতির পাতা,
ঘোলাটে হয়ে যায়,
চোখ শুধু জেগে থাকে,
বেঁচে থাকার আশায়!!

বৃষ্টি ভেজায় চোখ আমার,
হারাই তোমায়,
অজানা অচেনা শহরের,
পাগলা হাওয়ায়!

জানি সব ভুল ছিলো,
আমাদের প্রহর!
বিপন্ন স্মৃতিতে ঘেরা,
এই নষ্ট শহর!
জানি না কোন সে ভুলে,
তোমাকেই ভালোবাসা,
ঘুণে ধরা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

আবার

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৫ ই মে, ২০১৬ রাত ৮:১৮

আবার স্বপ্ন দেখি,
তোকে নিয়ে!!
হারাবার গল্প গুলোর
মতই স্বপ্নগুলো।
অচেনা মুহুর্ত,
আর অজানা ক্ষণগুলো।
মনের প্রান্ত থেকেও,
খুঁজে যাই
তোকে হারানো সে পথে।
নিঃসঙ্গ ঐ পথে হেটেও,
একা নই,
যেন তুই আছিস সাথে।
আবার গল্প লিখি,
প্রেম নিয়ে!!
ভালোবাসার স্বপ্ন গুলোর
মতই গল্পগুলো।।
চেনা সুর
আর চিরচেনা গানগুলো!
স্বপ্ন আর সব গল্প মাঝে,
তোর মুখ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

নীল শকুন কিংবা ময়ূর

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৪

আমার মনের ধুলো জমা
মৃতপ্রায় শ্যাওলা আকাশ জুড়ে-
উড়ে ফিরে-
চুড়ুইবেশি কালো কিছু শকুনেরা।
খিদে পেলে ভালোবাসা নামের -
মুমূর্ষু এক ফিঙের হাঁড় মাংসে-
ধাঁরালো নখ, ঠোট ডুবিয়ে-
তাকে ক্ষত বিক্ষত করে -
নিঃশেষে চুষে খেয়ে -
ওরা বেঁচে থাকে।
আর তারপর -
নির্লজ্জের মত তারা বেড়ে ওঠে,
চুড়ুই হয়, ময়ূর হয়!!!!!!
কারও হয় গোপন প্রিয়া,
কারও বা প্রেম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

ভালোবাসিস ?

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:২৯

ভালোবাসিস? সত্যি ভালোবাসিস?
-হ্যা বাসি, অনেক অনেক বাসি।

যতটুকু ভালোবাসায়
পাখিরা নীড় হারায়,
ঝিনুক মুক্তো রাখে,
মেঘে পৃথিবীটা ঢাকে।
কিংবা বৃষ্টি ফেরে ধরায়!
বা তার চেয়ে অনেক বেশী!!
খুব খুব ভালবাসি!!

যেটুকু প্রেমে
নাইটকুইন গুলো
ক্ষণিকের তরে ফোটে,
যেটুকু প্রেমে
গান গুলো সাজে
লজ্জা রাঙানো ঠোটে।
বা তার চাইতেও বেশী
খুব খুব ভালোবাসি !

হারিয়ে যাওয়া ভালোবাসা ভেবে-
কষ্টে কাঁপাবি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

দূরত্ব

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৫৯

নিজেদের ঠোটের জৈবিক উষ্ণতাটুকু,
সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে,
নির্ভুলভাবেই পরিমাপ করেছি দুজনে!!
বহুবার, বহুকাল!!
উষ্ণতা ছুঁয়েছে বুকে,
হাতে ও শরীরে
চোখ থেকে চোখে,
গহীনে, গভীরে।
শুধু মনের উষ্ণতম কোটরে-
আজও জানি-
নিজেরা রয়েছি নিজেদের আড়াল।
যেন দুজন -
বিচ্ছিন্ন দ্বীপ কিংবা বিচ্ছিন্ন মহাকাল। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

ক্লান্ত পথ শুধু তোমার জন্যে

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৫৭

তুমি কোথায় আছো আর কতদূর?
শত কোটি মুখে, তোমায় খুঁজে ফিরে,
ক্লান্ত এ মনটা বড় বিষন্ন আজ।
চোখ জুড়ে নেমেছে ক্লান্তি, -
নিখাঁদ নিস্তব্ধ অবসন্ন সাজ।
তুমি হেটেছো কখনও যে পথে মন ভুলে
শত সহস্র করুণ কালো রাত্রিতে,
সে মন পথ, আমিও হেটেছি মন খুলে।
খুঁজতে তোমায়, হাতরে ফিরেছি শুধু
তোমার আমার স্মৃতির কঙ্কাল।
ক্লান্ত নিথর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     like!

Nothing Else Matters (Interpreted)

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

So close no matter how far
খুব কাছে আছি দূরত্ব যতটাই না,
Couldn't be much more from the heart
হৃদয়টা থেকে খুব দূরেও তো না,
Forever trusting who we are
নিজেরা যা তাতে বিশ্বাস আছে,
And nothing else matters
আর কিছুতে কিছু যায় আসে না।

Never opened myself... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

তোমাকে মনে নেই

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

জানি, আজ সবকিছুই এলোমেলো।
আমাদের সব গল্পগুলোও-
আজ জলের মতই পানসে!
এও জানি, বুকের কোথাও এখনও আছি!
গলায় বিঁধে থাকা কাঁটার মতই,
খচখচ করছি অবিরাম।
জানি, খুব সুখে আছো,
কিংবা সুখী হবার ভাণ করছ!
শুধু ভুলতে পারছো না,
যতই ভুলে যেতে চাইছো,
চোখের বালির মত বার বার
নিজের অস্তিত্বকে জানান দিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

কাছের মানুষ

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

আমার কাছের মানুষ হবে?
ফানুস হবে না তো?

বন্ধু হয়ে হাত বাড়িয়ে
ভুলেই যাবে না তো ?

কোটি তারার সাক্ষী রেখে,
আজ যেভাবে আদর দিয়ে,
বুকের ভাঁজে টেনে নিলে,
অন্য তারায় মনের ভুলে -
হারিয়ে যাবে না তো ?

আমার কাছের মানুষ হবে ?
ফানুস হবে না তো?

এক জোঁছনার দিব্যি দিয়ে -
আজ যেভাবে জড়িয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

মন ভালো নেই

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

মিথ্যে ভেঙেছে বুক -
নেই মন ভালো নেই!
সব কিছু একই শুধু-
মনটাই ভালো নেই।

নীলাকাশে কালো মেঘ,
নেই চাঁদ, তারা নেই,
একা আমি দাঁড়িয়ে,
কায়াহীন, ছায়া নেই।

হারিয়েছি বন্ধু,
মায়া মাখা হাত নেই!!
ভুলে গেছি গান সব -
চেনা সুর, রাত নেই।

চিরচেনা প্রেমটাও-
তাপহীন, আলো নেই!
আকাশে বেধেছি বুক-
মন আমার ভালো নেই। বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

আমি নেই

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৯:২১

ঘৃণারা সব দানা বেধে আছে,
নেই ভালোবাসা, প্রেম মন মাঝে।

মিথ্যেরা সব, ঘুরছে আকাশ!
পুড়ছে সত্য, দুষিত বাতাস!

অসুখি মানুষ, রঙিন পোষাকে,
চলছে হাসছে পাপের মোড়কে!
চারিদিকে সব হিংস্র কুকুর আজ,
কামড়ে ধরেছে সব নির্মলতাকে!!!

মিথ্যে ঠাঁসা
সব অন্ধকারের,
নোংরা হাসি,
নোংরা মনের
মানুষ রূপী
মিথ্যে অহংকারের
পুতুলের সাথে
আমি নেই!!

আমি নেই, ঐ নষ্ট দলে,
আমি নেই, ঐ নোংরা জলে!

আমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

ইচ্ছে!!

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

খুব ইচ্ছে করে,দুজন মিলে
জগতটাকে দেখি,
কাশফুলেদের সাদার মায়া,
তোমার গায়ে মাখি।
তোমায় নিয়ে ইচ্ছে পাবার,
কাশবনের এক সকাল,
অথবা দুপূর শেষের হলূদ রঙা
ভালোবাসার বিকাল।
বিকেল শেষের সন্ধ্যা ক্ষণে,
তোমার হাতে হাত।
অনেক খানি দুজন হেটে
নামিয়ে আনি রাত।
ইচ্ছে করে মেঘলা রাতে,
টিনের চালা ঘরে,
হাসি তোমার, আমার বুকে,
বৃষ্টি হয়ে ঝরে।
আমার আরও ইচ্ছে জানো?
তোমায় ভালোবাসার।
তোমার জন্যে আমার লিখা,
সব... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

আকাশ বাঁধা চোখ

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

তোমার ঐ
শান্ত, স্নিগ্ধ, সৌম্য
দুচোখের আড়ালেই,
জানি লুকিয়েছো
অনন্ত আকাশ।
আর তারই
দিগন্ত জোড়া, জানি -
তোমার সব গল্পেরা !

শব্দে, নিঃশব্দে,
ছন্দে, অছন্দে
কষ্টে বা আনন্দে,
প্রেমে, কামে,
নামে, বেনামে
একে একে জমে
তারা এক হয়ে -
আজ তোমার মাঝেই-
মিলেমিশে যেন
এক অসীম উপন্যাস।

বেশীরভাগ গল্পতেই -
নায়িকা তুমিই!
কোনটিতে বা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

আবার তোমার জন্মদিনে

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

এমনই এক দিনে,
এক আগুন ঝরা ক্ষণে,
কজনই বা জানে?
জন্ম নিলে তুমি!!
কোথায় ছিলাম আমি?
তারার কাছাকাছি?
খুব তো জীবন পেলে!
বাড়লে হেসে খেলে।
সুখ আর শখের মাঝে,
ভালোবাসার ভাঁজে।

তারপর -
কোথায় বড় হলে?
ভিড়লে কাদের দলে ?
স্বর্গে দেয়া কথা -
ভুলেই তুমি গেলে?
ছিলাম এতো কাছা কাছি,
তবুও এতো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

দেবী (২৪)

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

দেবী, তোমার নদীর স্রোতের সাথে
আমার মনের মিল।
তোমার আকাশ নীল যতটা -
আমিও ততই নীল!

আমার আঁধার রাতের পূর্ণিমাতে
জোছনা যেনো তুমি!
তোমার মনের মাঝের সব ব্যাঁথাতে
এইতো মিশে আমি!

দেবী তোমার চোখের -
নীলচে পাতায়,
সুখ পাখিরা হাসে!!
খুব মনে হয়,
ঐ দুটি চোখ
আমায় ভালোবাসে!!!

তোমার হাতেই,
আকাশ আমার,
জোছনাটাও চোখে।
তাই রেখেছি তোমায় -... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৯১৩২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ