আমার পরিচয়
নিশুতি রাতের কূহক পাখি
আমার পরিসংখ্যান
সপ্তর্ষি অরণ্য নামেই চেনা মানুষ গুলো চেনে আমাকে
*****************
আমি মানুষটা একদম সাধারন।
মাঝে মাঝে ভিসন একা লাগে। মনের খুব বেশী সংগোপনেই ভালবেসে ফেলেছি দূরের নীল আকাশ,সাদা এবং ধূসর উড়ে চলা মেঘ,ডানা মেলে মনের সুখে আকাশে উড়া পাখি।ওদের দেখতে পারলে আর একা লাগেনা।
ভালবাসিঃ- ফুল,পাখি,শিশুদের আর সবুজ প্রকৃতিকে।
স্বপ্ন দেখিঃ-একটি বৈষম্যহীন বাসযোগ্য সমাজ ব্যবস্থা,তথা পৃথিবীর।
________________________
আজ আমার শহরের আকাশটা খুব নীল।একদম ঝকঝকা নীল।
শাদা মেঘ গুলো উঁড়ছে দল দলা।মৃদ্যু মন্দ বাতাস বইছে ।
আমার জানালার পাশে লাগানো পেঁপে গাছটা আজ খুব দুলছে,
রোদেলা বিকালে বয়ে যাওয়া এই মাতালী পবনের ছোঁয়া পেয়ে।
ক্ষুদ্র পাখি গুলো ঝাঁক বেঁধে উড়ে ফিরছে আজ বহুদিন পর মেঘ মুক্ত আকাশ পেয়ে।
চড়ুই প্রজাতির ঐ ক্ষুদ্র পাখি গুলো কিঁচির মিচির শব্দে ভরিয়ে তুলছে
পড়ন্ত বিকেলের এই সময়টা কে।
আমি শুয়ে আছি জানালার পাশে।
জানালার ফাঁক গলে শেষ বিকেলের সোনাঝরা রোদের ঝিলিক এসে
ছড়িয়ে দিচ্ছে পরম মমতার ছোঁয়া আমার সারা অবয়ব জুড়ে।
চোখের দৃষ্টি আমার খোলা আকাশের দিকে।
পাখির উঁড়ে ফেরা ডানার দিকে।শাদা মেঘের ভাসমান ভেলার দিকে,
নবযৌবনা পেঁপে গাছটার সবুজ সবুজ পাতার দিকে।
তোমায় মনে পড়ছে আজ গভীর শূণ্যতায়।
সেই কবে থেকে বসে আছি তোমার প্রতিক্ষায়!
_________অরণ্য
"পাপিষ্ঠ কবির অপপ্রলাপে আসার জন্য আপনাকে ধন্যবাদ"
(লেখার সকল স্বত্বঃ)
___________________
© সপ্তর্ষি অরণ্য (aranno841)
পেন ক্লাব কো ডট সিসি
e-mail: [email protected]
*****************
আমি মানুষটা একদম সাধারন।
মাঝে মাঝে ভিসন একা লাগে। মনের খুব বেশী সংগোপনেই ভালবেসে ফেলেছি দূরের নীল আকাশ,সাদা এবং ধূসর উড়ে চলা মেঘ,ডানা মেলে মনের সুখে আকাশে উড়া পাখি।ওদের দেখতে পারলে আর একা লাগেনা।
ভালবাসিঃ- ফুল,পাখি,শিশুদের আর সবুজ প্রকৃতিকে।
স্বপ্ন দেখিঃ-একটি বৈষম্যহীন বাসযোগ্য সমাজ ব্যবস্থা,তথা পৃথিবীর।
________________________
আজ আমার শহরের আকাশটা খুব নীল।একদম ঝকঝকা নীল।
শাদা মেঘ গুলো উঁড়ছে দল দলা।মৃদ্যু মন্দ বাতাস বইছে ।
আমার জানালার পাশে লাগানো পেঁপে গাছটা আজ খুব দুলছে,
রোদেলা বিকালে বয়ে যাওয়া এই মাতালী পবনের ছোঁয়া পেয়ে।
ক্ষুদ্র পাখি গুলো ঝাঁক বেঁধে উড়ে ফিরছে আজ বহুদিন পর মেঘ মুক্ত আকাশ পেয়ে।
চড়ুই প্রজাতির ঐ ক্ষুদ্র পাখি গুলো কিঁচির মিচির শব্দে ভরিয়ে তুলছে
পড়ন্ত বিকেলের এই সময়টা কে।
আমি শুয়ে আছি জানালার পাশে।
জানালার ফাঁক গলে শেষ বিকেলের সোনাঝরা রোদের ঝিলিক এসে
ছড়িয়ে দিচ্ছে পরম মমতার ছোঁয়া আমার সারা অবয়ব জুড়ে।
চোখের দৃষ্টি আমার খোলা আকাশের দিকে।
পাখির উঁড়ে ফেরা ডানার দিকে।শাদা মেঘের ভাসমান ভেলার দিকে,
নবযৌবনা পেঁপে গাছটার সবুজ সবুজ পাতার দিকে।
তোমায় মনে পড়ছে আজ গভীর শূণ্যতায়।
সেই কবে থেকে বসে আছি তোমার প্রতিক্ষায়!
_________অরণ্য
"পাপিষ্ঠ কবির অপপ্রলাপে আসার জন্য আপনাকে ধন্যবাদ"
(লেখার সকল স্বত্বঃ)
___________________
© সপ্তর্ষি অরণ্য (aranno841)
পেন ক্লাব কো ডট সিসি
e-mail: [email protected]
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৯ বার দেখা হয়েছে

