চল না আবার অঙ্ক কষি
চল না এখন আমি আর তুই অঙ্কটা কষি
অঙ্ক কষার ছলে নাই বা হলো কিছু
যোগ বিয়োগই না হয় মোদের প্রাপ্তি খাতায় এলো
তবুও তো দুজন মিলে কিছু করা হলো।
চল কঠিন একটা অঙ্ক কষি – সময় লাগাই অনেক
অঙ্কেই চল মেতে থাকি বাস্তবতা ভুলে
মিললে মিলুক না মিললেও কি বা হবে ক্ষতি
দেই নি তো আর কেউ কাউকে কোন প্রতিশ্রুতি।
কবিতায় জীবন খোঁজা-৪
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




