অপরবাস্তব-৩ এর প্রকাশক রাহার অনুপস্থিতিতে এবং সম্পাদক লোকালটক লোকচক্ষুর অন্তরালে অবস্থান করায় তাদের প্রতিনিধি হয়ে আমি অপরবাস্তব-৩ এর মোড়ক উন্মোচনের জন্য পিমুন্সীকে দাওয়াত দিতে চাই।
ব্লগে পিমুন্সীর পোস্টগুলো এ পর্যন্ত আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ তর্কের জায়গা তৈরী করেছে। ব্লগাররা ছদ্মনামে দিব্যি মিশে যাচ্ছে অন্যদের সাথে। যেমন সেদিন মেলায় একজন ব্লগার এসে পরিচয় দিলো ড্রাকুলা হিসাবে, সবাই আতকে উঠলেও ব্লগাররা সাদরে গ্রহণ করেছে ড্রাকুলাকে। যার জন্য জ্বীনের বাদশা, প্রত্যুৎপন্নমতিত্ব, ফিউশন ফাইভ, শিরোনামহীন, সাঁজবাতির রূপকথা, ছন্নছাড়ার পেন্সিল এমন শতেক বাহারী নামের মানুষেরা আমাদের চারপাশে বাস করে। মানিয়ে গেছে, নতুন মিডিয়া নতুন চিড়িয়া
।
আজকে সাতটায় অপরবাস্তবের মোড়ক উন্মোচনে পিমুন্সীকেও চাই পিমুন্সী হিসাবে। চলে আসুন আমাদের আড্ডায়। মোড়ক উন্মোচন শেষে আমরা যে বিষয় নিয়ে তর্ক করতে পারি তা হলো, অপরবাস্তব-৩ এর সম্পাদকের বিরুদ্ধে সরকারী নিষেধাজ্ঞা কিভাবে আরোপ হবে, যদি এই বই প্রচলিত আইন অমান্য করে?
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





