somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নন্দিতা

আমার পরিসংখ্যান

মোবারক হুসেন
quote icon
চাকরী-এন।জি।ও সেক্টর-এমকম
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ইত্যাদি

লিখেছেন মোবারক হুসেন, ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:১৭



ইচ্ছে মতো হাসিয়ে দেয়
চোখের জলে কাদায়
সাদা কালোয় চোখ জলসিয়ে
আলোটাকেই দেখায়।
ছাইয়ের মাঝে যে প্রতিভা
মূল্য তাহার নাই,
ইত্যাদি তা জাগিয়ে তুলে
সরূপ ফিরে পায়।
বিনোদনের মহা ঔষধ
ইত্যাদি তার নাম,
হিরে মানিক হাজার দিলেও
শোধ হবে না দাম।
সেথায় আছে জ্ঞানের মশাল
দরিদ্র আর অসহায়ে দৃষ্টি,
মনের মাঝে তৈরী হয় মানবতার সৃষ্টি।
দোষী আছে দোষে ভরা গুনে ভরা গুনী
রীতি নীতি সচেনতায়
বাঙ্গালী তাই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

টুনটুনি

লিখেছেন মোবারক হুসেন, ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮


টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
পড়ে গেলে বাচবো না।
তোমার ছিল বেজায় সাহস
রাজার সাথে লড়াই,
সাত রানীর নাাক কাটলে
ঢাল তলোয়ার ছাড়াই।
আজকে তুমি ভয় কাতুরে
নামের সোনাম,বাকি সবই মেকি!
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
তোমার কথায় রাগবো না।
তখন মানুষ ছিল বোকাঁ
তাইতো দিছি ধোঁকা,
এখন মানুষ খুব সচেতন
ডিজিটালের পোকা।
পানি দিয়ে গিলবে না আর
একেবারেই জবাই,
দেখাবো না... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

ভাল মন্দের উৎস্য

লিখেছেন মোবারক হুসেন, ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬



অর্থ অনর্থে অভাব ঘরে
জ্ঞানের অপচয়ে প্রসার বাড়ে।
বদের সঙ্গ দোষে ভদ্র জলে ভাসে,
ভালোর সঙ্গ পেলে মন্দ একদিন হাসে।
এসব জানা কথা সকলে তা জানে
সকল মন্দের উৎস্য কিন্তু চোখ আর কানে।
মনতো মাটির পুতুল সাদা আর কাদা।
ভালতে সাজায় আবার মন্দে দেয় সাজা।
তাদের কি আর দোষ দোষ তো সমাজের
ভাল হইলে সমাজ
ভালটাই শিখে চোখ আর কান
মন্দ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

পরিশেষে

লিখেছেন মোবারক হুসেন, ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

যদি ফিরে আসি আবারও কাছাকাছি
আমার আলোঁ নিঃশেষে
তোমার আলোয় আলোকিত হবো
শত অবহেলায়ও রবো পাশাপাশি
তুমি বিস্মৃত হবে কাছে পেয়ে নয়,
বাসি ফুলে সুবাস ফুরালে যা হয়।
ইচ্ছে নাই ফিরে যাই তবুও মানি বিধিলিপি
কষ্ট চেপে রাখি তবুও মারে উকি
কি আর করা মনের ঘরে নাই যে তালাচাবি।
এই যে তুমি এই যে আমি
একই বৃত্তে ফুল
একই পথে হাটা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

অনুভব

লিখেছেন মোবারক হুসেন, ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

অন্তরে আমার বিজয় নিশান উড়িল না।
মনের আশা ফুরালো ঠিক
চোখের নেশা মরিল না।
পাইনা দেখা কোথাও তারে
তবুও যেন মনের ঘরে
সে এসে নিত্য করে নুপুর পড়ে,
অবুঝেরে বুঝাই আমি কেমন করে।
স্মৃতি আর ভালবাসা হয়না পূরাতন
জীবনে কিছু জন কিছুক্ষন কিছু বচন
আজীব জাগায় প্রান
মনের গহীন তলে,
স্মৃতির প্রদীপ জ্বলে
অনুভবে পড়ে শিকড়ের টান। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

কবি

লিখেছেন মোবারক হুসেন, ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

আইননেতে দেশ চলে
সুরকারের সুর ধরে শিল্পী বলে গান ।
ঢোল বেহালা একই তালে জুড়িয়ে দিবে প্রান।
পশু পাখি প্রানীকূলকে যদি কর অনুভব
কিচির মিচির বউ কথা কও একই তাদের বর।
নিয়ম মেনে চলছে সমাজ রীতিনীতি প্রকৃতি আর যত
কবি কিন্ত হয় না জেনো ঠিক তাদেরই মত।
অবুঝ শিশুর মত করেই বায়না তাদের মনে
পাখি হয়ে উড়তাম যদি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

আমরা

লিখেছেন মোবারক হুসেন, ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২


করিমের ছেলে গিয়েছিল জেলে,
ছাড়া সে পেয়েছিল উপাড়ের বেলে।
অপরাধ তার বামুন হয়ে
ধরতে চেয়েছির চাঁদ্।
রোজিনার বাবা বড় তার থাবা।
টাকার গন্ধ পেলে,ছাই দিয়ে গিলে।
গরীব যত যারা তার নাম শুনে
কেপে উঠে পিলে।
তারই মেয়ের সাথে মনে মন গাথে,
মানিতে হইবে বড় সাহস তার ধরাতে।
কানে কানে কানাকানি হইলো জানাজানি।
করিমকে পাইলো আপদে ছলিম পড়িল বিপদে।
রোজিনার বাবা খেলে দিল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

সবিনয় অনুরোধ

লিখেছেন মোবারক হুসেন, ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪


এসো নত হই সৃষ্টিকর্তার কাছে।
সত্য,সুন্দর আর ন্যায়ে,
সর্বময় থাকি পাশে ।
নিজ কর্ম্ দোষে আমরা কাদি
শয়তান হাসে ।
এসো সংশোধনে যেন,
নিজের কাটা খালে শয়তান ভাসে।
যদি হাতে রাখ হাত
আসবে সঠিক পথের দিশা
উত্তম টিকিয়া রবে
অধম যাবে বরবাদ।
এসো ন্যায়ের পথে চলি
রাজপথ ফেলে আর নয় চোরাগলি।
মশাল জ্বালাতে যদি ঘরখানাই গেল পুড়ে
কি লাভ কবিতার খাতায়
কবির ভূমিকায় কলম ধরে।
এসো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

পাখি সমাচার

লিখেছেন মোবারক হুসেন, ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

কোকিল ধরলে গান
বসন্ত এসেছে ধরায়
ফুলেরা সুবাস ছড়ায়
ভালবাসা পায় প্রান।
পোষা পাখি ময়না
কথায় কথায় বায়না।
লাল ঠোটের টিয়া
করবে নাকি বিয়া
মগডালে বসে থাকে
পেতে সঙ্গীর দেখা।
একপায়ে দাড়িয়ে বক
মাছধরা তার খুব সখ
পায় যদি পুটি
ধরবে চেপে টুটি।
টুপকরে ধরে মাছ
সে তো মাছরাঙ্গা
আয়েস করে খেয়ে
শরীর করে চাঙ্গা।
বাবুই বানায় বাসা
তাল গাছের পরে
ছনের চালে চড়ুইপাখি
জ্বলে পুড়ে মরে।
কর্কশ কন্ঠী কাক
আবর্জনা করে শেষ
দূষন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

মন তোমারে খুজে

লিখেছেন মোবারক হুসেন, ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

নয়ন শুধু তোমারে খুজে
পরান শুধু তোমারে চাহে
তোমার ছবি হৃদয় দেয়ালে
বারবার চোখে পড়ে।
তবুও পাইনা তোমায়
একটু আপন করে।
কেন এত বাধা
কেন এত ছল,
তোমায় পাবোনা জেনেও
ভাঙ্গেনা মনের বল।
আমার পরান চাহে
মিশিতে তোমার প্রানে
জুড়াও আশা মিটাও মনের পিপাসা
কাছে না পেলে
শুধু মন ভরে না গানে।
ঠোটের নিরব হাসি জাগায় ফাগুন
মনের ঘরে জ্বালায় আগুন।
তুমি যদি কাছে এসো তবে
বসন্ত ক্ষয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

চিরকুট

লিখেছেন মোবারক হুসেন, ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪



আমি যাহা দিয়ে গেলাম দিও প্রতিদান
হোকনা তাহা ফুল হোকনা তাহা গান।
আমি যখন থাকবোনা তোমার কাছাকাছি
আমার গানের সুর বাজবে হয়ে বাঁশের বাশি
আমার ফুলের গন্ধ যদি সুভাস ছড়ায় মনে,
নামটি আমার লিখে রেখো তোমার অন্তরে।
আজ যাহা রেখে গেলাম সামান্য সে দান
তুমি যদি গ্রহন করো জুড়াবে মোর প্রান।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

এসো হে বৈশাখ

লিখেছেন মোবারক হুসেন, ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

এসো হে বৈশাখ সরূপে ফিরে
কালবৈশাখীর রূপ ছেড়ে,বাঙ্গালীর নীড়ে।
সেখানে পাবে তুমি পান্তা ভাতের সাথে
কাঁচা মরিচ লবণ আর কাঁচা পিয়াজ পাতে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের লুকোচুরির সাথে
আবার তুমি দেখতে পাবে কানা শিয়ালের বিয়ে।
তুমি এলেই শুরু হবে আকালুর হালখাতা
মিষ্টি মুখে মানুষ ফিরবে ঘরে,বাকির খাতা শূন্য হবে
অভাব ফুরাবে,মুখে তার হাসি আসিবে ফিরে।
ঝড়ের রূপে তুমি এলে,দুষ্ট... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

মনে পড়ে তোমায়

লিখেছেন মোবারক হুসেন, ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

বৃষ্টি ঝরা রোজ বিকেলে
পড়ে তোমায় মনে,
কত বছর আছ তুমি
আমা হতে দুরে।
তোমায় আমি আর পাবোনা
আকাশের ঐ তারা গুলোর মতো,
আমার ছায়ায় মিশে আছ
ঠিক তোমারই মতো।
যে দিন প্রথম তোমায় দেখি মেঘে ছিল সাজ,
রূপের বিদ্যুৎ চমকিলো আর
মাথায় পড়লো বাজ।
দক্ষিন হাওয়া ভাঙ্গিয়ে দিল
আমার মনের লাজ।
ফুলে ফুলে ভরলো যখন
তোমার আমার বাগান,
এই পৃথিবী মানতে নারাজ
ভালবাসার শ্লোগান।
তারে নিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

মনের যত অবুঝ কথা

লিখেছেন মোবারক হুসেন, ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩



কান্না ঝড়ে নীল আকাশটার
চোখে খরা আমার
মাটি তাহা জড়িয়ে ধরে
নাম লেখে যে তোমার
আমারও যে ইচ্ছে করে
মাটির সাথে মিশে
নদীর মতো ছুটে চলি
তোমায় ভালবেসে
ভরা জোস্নায় গা জড়িয়ে
থাকবো মোরা মিশে
আধাঁর আলো আকাশ বাতাস
হারিয়ে ফেলবে দিশে
বলবো তখন তোমরা সবাই
আজ আমাদের দেখ
জিমিয়ে পড়া এই পৃথিবী
ভালবাসায় জাগো
ভেবোনাকো ভালবাসা
শরীর নিয়ে খেলা
জীবন নদী পাড়ি দিতে
বন্ধু তুমি আমায় জেনো ভেলা।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

ভিতর বাহির

লিখেছেন মোবারক হুসেন, ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১০



প্রেমে পড়ে বুঝেছি প্রেম দেয় ধোঁকা।
শুনেছি প্রেমের আগে মন থাকে সাদা
প্রেমে পড়লে সেই মন চোখের জলে কাদা।
বাধেনা কভূ সে এক ডালে বাসা
রাতে স্বপ্ন দেখায় দিনে ভাঙ্গে আশা।
তোমরা তারে যতই কর পুস্প মাল্য দান
সে শুধু জ্বালা দিবে জুড়াবেনা প্রান।
কেউতো দেখেনি তারে কি তার রূপ
কি মোহ তার মাঝে সবাই গিলে টোপ।
বাউলেরা দুতারায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৫১৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ