আকাশে শকুনি ওড়ে কুটিল আভাস
ছায়া যায় নীল নীল নদী যায় ঘিরে
জলধীর মাছগুলো পুকুরে পুকুরে
সৌধের মানুষগুলো আসবে না ফিরে
তারাতো ঘুমিয়ে আছে ইটের কবরে।
যখন যুদ্ধ শেষ জ্ঞানপাপী বোদ্ধারা সব
পাপী আর ভীনদেশি করেছে উৎসব
নিয়েছে হারের শোধ নেতাদের মেরে
বেনিয়ার পা-চাটা কুত্তার জোরে
শকুনির চোখ দেখে মাটির গভীরে
যেখানে রস আছে শুঁষে নিতে পারে
বালুময় প্রান্তরে শিলা চেখে চেখে
নরম পলির মাটি অমৃত ঠেকে
তাকেই আঁকড়ে ধরে পড়ে আছে সব
সীমানার ভেতরে হচ্ছে গুজব
নষ্ট আমরা পুড়ি কষ্টে সবারে
সুখ দিতে মেতে আছি আমার নিজেরে
বাঁধা দেব তাই নেই সেই শক্তি ধড়ে
আসবে কেউ হয়তো ধরনীর পরে
সমুদ্র সংঘাতে যাবে নদীর নিয়তি
আমারে করোনা ক্ষমা এ মোর মিনতি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




