কতকি দেখবে বলেও দূরে চলে গেলে
এই সব শুণ্যতা নক্ষত্রের ভ্রূণের মতন
আমার ভেতরে বাজে শুনশান নীরবতা অনেক নীরবে
ঘুমন্ত শিশু-মহাবিশ্বের ছায়ার স্বপন
তারপরও কতকিছু ঘটে গেছে
ঘটেযায় চোখের আড়ালে
পাতা ঝরার সেই সব শব্দ আর
খড়বিচালির অনেক অতীত
আজ আবার কেন যেন ফিরে ফিরে আসে
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



