নিখোঁজ শূণ্যতা

লিখেছেন রঙহীন, ০৩ রা মার্চ, ২০০৭ রাত ২:০১

কখনো বিষন্ন দুপুরে- অকারনে ঘুম ভেঙ্গে যায়। জেগে দেখি, বুকের মাঝে নিখোঁজ শূণ্যতারা বসতি গড়ে তুলছে, অবিরাম। শনের চালা, সুতলি, বাঁশের খুটি..... সারাক্ষন কেবল ঠুকঠুক শব্দ আর বুক জুড়ে নি:স্বদের নির্মানাধীন বসতির গন্ধ! এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা তাদের অস্তিত্ব, অসহনীয় করে তুলে জীবনকে।



একদিন তারা ফেরারী হয়, নিখোঁজ হয়। অকারনে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৬৯ বার পঠিত     like!