যারা কানাডায় আসতে চাচ্ছেন বা আসার প্রস্তুতি প্রায় শেষের দিকে তাদের জন্য এই পোস্ট। এমন কিছু কিছু জিনিস আছে যা আপনি সাথে করে নিয়ে আসলে বেশ লাভ হবে। তাই আসুন জেনেই নেই সেসব দরকারি জিনিস।
গত পোস্ট দিয়েছিলাম কানাডা যাচ্ছেন? একটু শুনে যান এইদিকে - আপনার কিছু কিছু জিনিস রেখে যান দেশে!
কী কী সাথে নিবেনঃ
১। কেচি, নেলকাটার, ছোট হাতুড়ি, স্কচটেপ (বিভিন্ন সাইজের ৩/৪ টা), স্ক্রু ড্রাইভার। এর মধে হাতুড়ি, স্ক্রু ড্রাইভার এসব দরকার হবে বেল্টের আলাদা করে ঘর বানানোর জন্য। কারণ এখানে এসে কোমরের মাপ আপনার কমবেই। দেশ থেকে বেল্ট যদি আনেন সেক্ষেত্রে দরকার পরবে।
২। স্ট্যাপলার, পীন, স্কেল, জিপ এনভেলপ ফাইল (২/৩ টা), ক্যালকুলেটর (খুব দরকারি)।
৩। সেলাই করার জন্য সূচ, সুতা আর একটা ভোর।
৪। খাবার স্যালাইন (নিজের রান্না করা খাবার খেয়ে পেট খারাপ হলে এটা লাগবেই
৫। ব্যান্ড এইড দুই বাক্স, নাপা এক্সট্রা সাথে নিয়ে আসবেন।
৬। বেল্ট (২ টা), মোজা (৫/৬ জোড়া)
৭। ইনার নিয়ে আসতে ভুলবেন না যেন। ফুলহাতা ইনার পাবেন বঙ্গবাজারে। দেখে শুনে নিয়ে আসবেন ২/৩ জোড়া।
৮। ছাতা আনতে পারেন একটা।
৯। ট্রাউজার (২/৩ টা), থ্রী কোয়ার্টার (২ / ৩ টা), হুডি (১/২ টা) নিয়ে আসবেন
১০। তোয়ালে, গামছা
১১। সেভিং কিট, রেজার (২ ডজন), বডি স্প্রে, টুথ ব্রাশ, পেস্ট, চিরুনী, লিপজেল, ক্রীম সাথে আনবেন।
১২। পাঞ্জাবী (ঈদ কিংবা কোন সামাজিক অনুষ্ঠানের জন্য)
১৩। প্রাতিষ্ঠানিক যত সার্টিফিকেট আছে আপনার সব নিয়ে আসবেন।
১৪। ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও নিয়ে আসবেন।
১৫। ক্যামেরা আনতে যেন ভুল না হয়।
১৬। আপনি যদি পাওয়ার চশমা ব্যবহার করেন তাহলে ২ / ৩ টা অতিরিক্ত নিয়ে আসবেন।
১৭। ভাল মানের স্কুল ব্যাগ নিয়ে আসবেন (ল্যাপটপ রাখার পকেট আছে যেগুলোতে)
১৮। এবং অবশ্যই বঙ্গবাজার থেকে দেখে শুনে ভাল মানের ওভারকোট (২ টা) কিনে আনবেন।
ব্যস এতটুকুই এখন মনে পরছে। ভাল থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




