শুধু তোর স্ট্যাটাসের কারন হতে চাই
কোন গানের কলি নয়।
মুখোমুখি দাঁড়িয়ে জোৎস্নার
আলো নিয়ে খেলতে চাই,
উষ্ণতায় ডুবানো নিঃশ্বাস নয়।
রংধনুর রঙ গুলো পানিতে গুলিয়ে
পৃথিবী রাঙাতে চাই,
আঁধারের গতি থামাতে নয়।
নৌকা হয়ে তোর বুকে চলতে চাই
কূল ভাঙ্গানিয়া নয়
রজনী গন্ধার থেকে তোকে ভালবাসি
তবুও ফুল নয়, অশ্রু নয়, ভুলও নয়।।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






