somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আশাহীনতায় আশাবাদী

আমার পরিসংখ্যান

মাহমুদা আক্তার সুমা
quote icon
দেবার মত পরিচয় নেইতো
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

“অভিশপ্ত পিশাচীনি”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:২১

ব্যস্ততার সময়টুকু কাটে নীরবতায়
নীরবতায় মিশে থাকিস তুই।

তোর কান্নাগুলো জমে
আমার বুকের কিছুটা শূন্যস্থানে
ফুলে উঠে, ফেঁপে উঠে!!

দমটা বন্ধ করে মারতে চায় আমায়!!
আমি নিঃশ্বাস টানি, প্রহর গুনে গুনে।
মোজাইক করা ফ্লোরকে ভাবি
উইপোকার ঢিবি!!

তোর অভিশাপে আমি আজ অভিশপ্ত।
ভালোমানুষির মুখোশটা আজ খুলে গেছে আমার।

তবুও আমি নীরব!!
আমি তো মানবী নই,
আমি বোধন কারাগারের আড়ালে
অভিশপ্ত পিশাচীনি!!

১৭-৫-২০১৬ইং
দুপুর - ১.৪৩ মিনিট বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

“গোধুলীর পরে.........”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২২


সন্ধ্যে টা শুধু তোর জন্য রেখেছি,
তুই প্রদীপ হয়ে জ্বলিস।
নিজেকে বিষাক্ত করেছি
চাই না তোকে পান করাতে সে বিষ।


চোখের জলটুকু আড়াল করেছি
আধাঁরের ফাঁকে
অপরাধি মন কাঁদে অহর্নিশ

সন্ধ্যেটা তোকে দিলাম তাই
পাপ বোধে তো সন্ধ্যাটাই সঠিক প্রহর।
বোধন জাগ্রত করে কি লাভ তবে
অহংকারী মন অহংকারীই থেকে যাবে

তাই এক গাদা থু ছড়িয়ে দিলাম নিজেকে নিজেই
তবুও... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২০১ বার পঠিত     like!

“আমার গ্রাম”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ১১ ই মে, ২০১৬ দুপুর ১:৪১

উডান জুইড়া চান্দের আলো,
শইল জুরানো বাতাস!
মায়ের আতের মাছের জুল,
আহা লাগে বড় ভালো!!


কাড বান্দা দিগির গাডে,
সবুজ প্যন্তা ভাসে!
বাজান গেচে আনতে নুন,
গাঙ্গের পারত বটতলার আডে!

নারিকেল পাতার ফাহে দেহি
আকাশ বরা তারা!!
আমার গ্রামও আইবা বন্দু?
সুহে গোলা ভরা!!

দেখবা তুমি গায়ের বউজি
কাঙ্খে কলসি লইয়া!
কোমর দুলাই আইড্ডা চলে
ঘোমডা মাতায় দিয়া!!

আমার মায়ের ধুলায় রে ভাই
মার আচলের গন্দ
শেষ... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৯১ বার পঠিত     like!

“অভিমান” (অনুকবিতা)

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ১০ ই মে, ২০১৬ দুপুর ১:৪০



ওপাশে নড়ে একটি প্রান,
পাখি চেয়ে থাকে অপলক,
আলো নেভে আর জ্বলে,
পাখিটির বুকে বড় অভিমান।।




বুকের ভিতর জেগেছে চর,
তোর মত তো কেউ নেই বিশ্বচরাচর।

অভিমানে মন কাঁদে প্রিয়
বুকের মাঝে বাঁধলাম তোকে নিয়ে ঘর।

পৃথিবী পর হয়ে যাক,
অভিমানে মন কাঁদে , হাত দু’খানি ধর।



ভালবাসায় বিশ্বাস থাকে
থাকে অটুট বন্ধন।
তবুও
ভালবাসায় মিলবে না সুখ
জীবন যেখানে যেমন।

মন বলে তো... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৬ বার পঠিত     like!

“বৃত্ত”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২০



মা আমি পাখি
তুমি আমার আকাশ।


আমি বিন্দু
তুমি আমাকে ঘিরে বৃত্ত।
নিঃশ্বাসে নিঃশ্বাসে ছোঁয়ে থাক
আমার চারপাশ।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

“একটু সুখ ছোঁয়েদে”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:০৩



একটু সুখ ছোঁয়েদেে
নীরব চোখে হাসব বলে
সুর তোলে দে!!


আমার ঘরের চালায়
বৃষ্টির গান বাজুক,
ভর সন্ধ্যা বেলায়।
তোর বুকে মাথা রেখে
নেশার ঘুম কাটুক।
চোখের ভাজে চাঁদ উঠুক।

অবাধ্য হাওয়ায় চুল উড়াবো,
এক কাপেতে ঠোঁট মিলাবো,
একটু সুখ ছোঁয়ে দে
নীরব চোখে হাসব বলে
সুর তোলে দে!!

চোখেরে কোনে
এক ফোঁটা জল,
মুক্তো ঝড়াক।
সাদা, কালো হাতদুটিতে
স্বপ্ন ছড়াক।
নকশি কাথায় ফুল ফুটুক।

ভাঙ্গা ঘরের বেড়া... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩৭৯ বার পঠিত     like!

“ক্ষুৎপীড়িত”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ০১ লা মে, ২০১৬ দুপুর ১:২১

(অনাহারীদের নিয়ে কিছু লিখার চেষ্টা করলাম, আমার জন্মস্থান ময়মনসিংহের ভাষায়।)


দুই চক্কের পানি হুগাই গেচে
অনাহারে আচি আইজ দিন তিনেক,
কয়ডা ভাত দেনারে সাব
কই হামলাইলি তরার বিবেক।

কত রঙিন স্বপ্ন তরার
কত্ত তামশায় সাজাস ঘর,
ইডের উপরে মাথা রাইক্কা
ঘুমাই আমারা জীবন ভর।

তবুও কোন নাই অবিযোগ
পেটটা খালি দিন তিনেক,
দে, দে, দেনারে কয়ডা ভাত
চা দিয়া ভিজায় খাইছস... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

“তোর আকাশে মন খারাপের মেলা”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

আজ এত নিরব কেন তুই?
ইচ্ছে করে তোকে একটু ছুঁই!!
আজ কি তোর কলার ভেলা খেলা,
তোর আকাশে মন খারাপের মেলা?
আকাশ তবে আকাশ চুইয়ে জল
করিসনা আর একটুকু ছল ছল।
তুই তো মোর রোদ কাঁঠালি মেঘ।
বৃষ্টি শিশির, ফুল ফোঁটানো আবেগ। বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৫৬ বার পঠিত     like!

“ভালবাসার মানুষগুলোকে জড়িয়ে রাখুন আদরে"

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

সন্তানকে মা আদর করে মা ডাকেন
যদিও সে ছেলে!!
আবার মেয়ে সন্তানকেও মা আদর করে বাবা ডাকেন
যদিও সে মেয়ে!!

আদর ভালবাসা এমন একটা অনুভূতি
যা কোন ভাষা প্রকাশ করতে জানেনা।
তাই শরীরের কিছু ভাষা দিয়ে আদর প্রকাশ করে মানুষ, প্রানী গুলোও!!
তাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা প্রিয়জনের স্পর্শ!!

একটু খেয়াল করে দেখবেন, বিড়াল তার বাচ্চা বিড়ালটাকে
কিভাবে কোলে জড়িয়ে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

“ভালবাসায় গড়ি পৃথিবী”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

রাজীব, মদ খেয়ে টাল হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো ছেলে।
মেয়েদের দেখলেই মুখ বেকিয়ে বাজে মন্তব্য। কোন একটা মেয়ে নাকি কষ্ট দিয়েছে ওকে। তারপর থেকেই নষ্ট জীবন।
সোহানা ভালবাসে রাজীবকে। একদিন অবহেলায় সোহানার দিকে তাকাল রাজীব।
নেশায় বুদ হওয়া রাজীব আলো খুঁজে পেল। ভালবাসায় সিক্ত হল সে। আজ ও ভাল আছে। সেদিন রাস্তার পাশ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

“ভালবাসার সপ্ত রাঙ্গা ডিঙ্গি”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৬

বেলা অবেলায় তোকে ভাবি... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

“সালাম শত কোটি সালাম মাশরাফি"

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

খুব বেশি খেলা দেখিও না
আবার খুব বেশি যে খেলার পোকা তাও না
তবে আমার দেশকে আমি খুব ভালবাসি।

যখন বাংলাদেশের খেলা হয়
তখন বাচ্চাদের মত হয়ে যাই।
কখন কিভাবে চিল্লা চিল্লি করি নিজেও বুঝিনা।

খেলা শেষ হলে মনে হয়
আমার তো অনেক বয়স হয়েছে।
আমি শ্বশুড়বাড়ির একটা বড় পরিবারে থাকি!!

তখন মনে পরে আমার প্রিয় মাশরাফির কথা।
যদি কোন... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

“ফুল ও ভুল”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

শুধু তোর স্ট্যাটাসের কারন হতে চাই
কোন গানের কলি নয়।

মুখোমুখি দাঁড়িয়ে জোৎস্নার
আলো নিয়ে খেলতে চাই,
উষ্ণতায় ডুবানো নিঃশ্বাস নয়।

রংধনুর রঙ গুলো পানিতে গুলিয়ে
পৃথিবী রাঙাতে চাই,
আঁধারের গতি থামাতে নয়।

নৌকা হয়ে তোর বুকে চলতে চাই
কূল ভাঙ্গানিয়া নয়

রজনী গন্ধার থেকে তোকে ভালবাসি
তবুও ফুল নয়, অশ্রু নয়, ভুলও নয়।। বাকিটুকু পড়ুন

২১ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

“আমি ওদের কথা বলছি, বিবেক তুমি কি শুনবে”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

বড় মামা এসেছে আমেরিকা থেকে।
খবর পাঠিয়েছেন, আমাকে অনেকদিন দেখেন না।
মামার বাড়িতে বেড়াতে গেলাম।
আমার ছোট মামীর সাথে গল্প করছিলাম।
এক ফাঁকে উনি পিকআপ(এক ধরনের যানবাহন) দিয়ে কোথায় যেন বেড়াতে
গিয়েছিলেন বললেন। আমি শুনছিলাম, ঐ বেড়াতে যাওয়ার গল্প নয়।
পিকআপের মুহুর্তটুকু, আমার কান সে কথা গুলোতেই আটকে গেল।
পরে কি ঘটল তা আর শুনলামনা কিছুই।

“ আমি-... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৩১০ বার পঠিত     like!

“একুশ নিয়ে দুটি কবিতা”

লিখেছেন মাহমুদা আক্তার সুমা, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

“আমি কি ভুলিতে পারি”

দেখ ঐ পুব আকাশে রোদ হেসেছে
সব ছোড়া আর ছোড়িদের ঘুম ভেঙেছে।
খুলে প্রান, দিয়ে টান, গাইছে পাখি
আলসে বুড়ো খোকা, খোল আঁখি।

ঘুমিয়ে আর থেকোনা ,এই প্রভাতে
লোকচুরি খেলবে কত, ঘুম খেলাতে?
চক পেন্সিলে লিখছে বাবু আজ “অ”
একুশের চেতনায়, তোরা মানুষ হ।

বিনে সুতোয় গাঁথি ফুল, চল ছুটে চল
কাঁধে কাঁধ, হাতে হাত, বাংলায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৫১৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৬৮৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ