বেলা অবেলায় তোকে ভাবি
তুই কি আমার বন্ধু হবি,
হবি কি আমার চুলের খোঁপায় শাপলা ফুল।
আয় তবে বেঁধেছি ভালবাসার সপ্ত রাঙ্গা ডিঙ্গি।
তোকে নিয়ে তুলব পাল, হারাব নিঝুম দ্বীপে।
যেখানে কেউ রবে না,
শুধু তোর আর আমার নিঃশ্বাসের প্রতিধ্বনি
বাতাসে ভাসবে, মেঘের মত।
আমি পাখি আঁকব, জল সাজাব, মেঘ ধরব।
বনফুল দিয়ে সাজাব বাসর।
ঘাস লতা পাতায় হবে আমাদের ঘর।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


