somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শের-ই-মহীশূর টিপু সুলতানের কিছু ইতিহাস ।

১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিপু সুলতান

টিপু সুলতানের জন্ম হয় ১৭৫০সালের নভেম্ব মাসের ২০তারিখে । তার মৃত্যু হয়েছিল ১৭৯৯ সালের মে মাসের ৪ তারিখে ।তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। তিনি একজন বীর যোদ্ধাও ছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করতেন। তিনি তাঁর শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন।

দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান৷ পিতা হায়দার আলী মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন৷ শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরী নদীর একটি ব-দ্বীপে নির্মিত একটি দূর্গ থেকে রাজ্য শাসন করতেন৷ বর্তমানে শ্রীরঙ্গপত্তনম গ্রাম দক্ষিণ ভারতের কর্ণটক রাজ্যের মান্ডিয়া জেলার অন্তর্গত৷ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে যুদ্ধে ১৭৯৯ খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হয়। টিপুর এক সেনাপতি মীর সাদিক বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সঙ্গে হাত মেলান৷ পরে তার পরিবারের মানুষজনকে ভেলোরের দূর্গে বন্দী করে রাখে ব্রিটিশ শাসকরা৷


শের-ই-মহীশূর

টিপু সুলতানকে ডাকা হতো শের-ই-মহীশূর বলে । আর এ উপাধিটা ইংরেজরাই তাকে দেন। তাঁর এই বাঘ শের হয়ে ওঠার পিছনে অনেকগুলো কারন আছিলো। মূল কারণ ছিলো তার অসাধারণ ক্ষীপ্রতা,, দক্ষতা,, এবং বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা বাবার সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি। তার মানে বাবা হায়দার,, ১৭৪৯ খ্রিস্টাব্দে টিপু নামে এক ফকিরের দোয়ায় এক পুত্রসন্তান লাভ করেন এবং আনন্দচিত্তে ঐ ফকিরের নামেই ছেলের নাম রাখলেন টিপু। মহীশূরের স্থানীয় ভাষায় কানাড়ী ভাষা । আর টিপু শব্দের অর্থ হলো বাঘ। হয়তো তাকে শের-ই-মহীশূর ডাকার পিছনে এটাও একটা বড় কারণ ছিলো।

ছোটবেলা থেকেই টিপু সুলতান বাঘের গল্প শুনতে অনেক ভালোবাসতেন।তার বাবাই তাকে বাঘের গল্প শোনাতেন। কিশোর বয়সেই টিপু সুলতান বাঘও পুষতে শুরু করেন। বাঘ নিয়ে তাঁর ব্যঘ্রতার শেষ ছিলো না। বাবার মৃত্যুর পর তিনি যখন সিংহাসনে বসলেন তখন বাবার পুরোন সিংহাসনটি টিপুসুলতান পছন্দ করলেন না। তাই টিপু সুলতান সে সময়ের শ্রেষ্ঠ কারিগর দিয়ে কাঠের ফ্রেমের উপর সোনার পাত বসিয়ে তার উপর মণিমুক্তা ও রত্নখচিত একটি সিংহাসন বানিয়ে নিলেন । যাকে বরং ব্যাঘ্রাসন ই বলা যায়।তার কারণ ছিল ঐ আট কোণা আসনটির ঠিক মাঝখানে ছিলো একটি বাঘের মূর্তি। ৮ ফুট চওড়া আসনটির রেলিংয়ের মাথায় বসানো ছিলো সম্পূর্ণ স্বর্ণে তৈরি দশটি বাঘের মাথা এবং উপরে উঠার জন্য ছিলো দুপাশে রূপার তৈরি করা সিঁড়ি। দেখতে পুরো ব্যাঘ্রাসনটাই ছিলো বাঘের শরীরের মতো ডোরাকাটা।

টিপু সুলতানের রাজ্যের প্রতীক ছিলো বাঘ। এই বাঘ ছিলো তাঁর অনুপ্রেরণার মতো। তার রাজ্যের পতাকায় কানাড়ী ভাষায় লেখা ছিলো বাঘই ঈশ্বর। তিনি সিংহাসনে বসে মাঝে মাঝেই বলতেন ভেড়া বা শিয়ালের মতো দু'শ বছর বাঁচার চেয়ে বাঘের মতো দু'দিন বেঁচে থাকাও সর্ব শ্রেষ্ঠ ও ভালো ।

তার সমস্ত পরিধেয় পোষাক ছিলো হলুদ ও কালো রঙের ছাপানো আর বাঘের শরীরের মতো ডোরাকাটা। তিনি যে তলোয়ার ব্যবহার করতেন তার গায়েও ছিলো ডোরা দাগ এবং হাতলে ছিলো খোদাই করা বাঘের মূর্তি। তার ব্যবহৃত রুমালও ছিলো বাঘের মতো ডোরাকাটা। তাঁর রাজ্যের সমস্ত সৈনিকের পোষাকে থাকতো বাঘের ছবি। সৈন্যদের ব্যবহার্য তলোয়ার,, বল্লম,, বন্দুকগুলোর নল,, কুদো,, ও হ্যামারেও আঁকা থাকতো বিভিন্ন আকারের বাঘের প্রতিরূপ কিংবা মূর্তি। এমনকি তিনি তার রাজ্যের প্রধান প্রধান সড়কের পাশেও বাড়ির মালিকদেরকে বাড়ির দেয়ালে বাঘের ছবি আকার নির্দেশ দিতেন। তখনও তার বাঘ পোষার বাতিক যায়নি এবং রাজবাড়িতে বেশ কয়েকটি পোষা বাঘ ছিলো। কয়েকটি বাঘ আবার তার ঘরের দরজার সামনেও বাঁধা থাকতো। ইংরেজ সেনাপতি হেক্টর মুনরোর ও তার বাহিনীর কাছে দ্বিতীয় মহীশূর যুদ্ধে টিপু ও তার বাবা মারাত্মক নাজেহাল হন এবং টিপুর রাজ্যে যথেষ্ট ক্ষয়ক্ষতিও হয় । নিহত হয় অনেক সৈন্যও। এমনিতেই তিনি প্রচন্ড ইংরেজ বিরোধী ছিলেন,, তদুপরি এই পরাজয়ে তিনি আরো বেশি তেজদীপ্ত হয়ে ওঠলেন। ঘটনাক্রমে ১৭৯৩ খ্রিস্টাব্দে হেক্টর মুনরোর একমাত্র পুত্রসুন্দরবনের সাগর দ্বীপে বাঘ শিকার করতে গিয়ে বাঘ আক্রমণে নিহত হয়। এই সংবাদ পেয়ে টিপুর মাথায় একটা বুদ্ধি আসলো। তিনি এই ধারণাটি কাজে লাগিয়ে একটি বিচিত্র খেলনা বানিয়েছিলেন যা সারা দুনিয়ায় টিপুস টাইগারনামে বিখ্যাত হয়ে আছে। ফরাসি যন্ত্রকুশলীদের দ্বারা নির্মিত প্রমাণ আকারের এই খেলনাটিতে ক্লকওয়ার্ক সিস্টেম ব্যবহৃত হয়েছিলো। খেলনায় দম দিয়ে ছেড়ে দিলে এর সাথে লাগনো একটি অর্গান পাইপ থেকে রক্ত হীম করা বাঘের প্রচণ্ড গর্জন আর এক ইংরেজের প্রচণ্ড গোঙানির আওয়াজ বের হতো। পুরো খেলনাটি ছিলো এরকম একজন ইংরেজ একটি বাঘের থাবার মধ্যে অসহায়ভাবে পড়ে গোঙাচ্ছে আর একটা বাঘ প্রচন্ড আওয়াজ করে সেই ইংরেজের বুকের উপর চেপে গলা কামড়ে ধরতো। তখন ইংরেজটি তার হাত উঠিয়ে চেষ্টা করতো বাঘের মাথাটি এদিক-ওদিক সরিয়ে দিতে। ভিতরকার অর্গান থেকে আরো বেরিয়ে আসতো মহীশূর সুলতানের প্রিয় গজলের সুর। টিপুস টাইগার বানানোর পিছনে একদিকে যেমন ছিলো তার ইংরেজদের প্রতি উষ্মা আবার তেমনি ছিলো অন্যদিকে প্রচন্ড ব্যঘ্রপ্রীতি। সময় পেলেই তিনি বাঘটিতে দম দিতেন কখনও কখনও রাতের পর রাত একই জিনিস দেখে গায়ের জ্বালা মেটাতেন টিপুসুলতান।


টিপু সুলতানের পরিবার

টিপু সুলতানের ৪জন স্ত্রী ও ১৬জন পুত্র এবং কমপক্ষে ৮জন কন্যা সন্তান ছিল। কন্যাদের পরিচিতি অজানাই রয়ে যায়।

টিপুসুলতানের সন্তানের কিছু নাম
১। শাহজাদা হায়দার আলী সুলতান সাহেব
২। শাহজাদা আব্দুল খালিক সুলতান সাহেব
৩। শাহজাদা মুহি-উদ-দীন সুলতান সাহেব
৪। শাহজাদা মু'ইজ-উদ-দীন সুলতান সাহেব
৫। শাহজাদা মি'রাজ-উদ-দীন সুলতান সাহেব
৬। শাহজাদা মু'ইন-উদ-দীন সুলতান সাহেব
৭। শাহজাদা মুহাম্মদ সুবহান সুলতান সাহেব
৮। শাহজাদা মুহাম্মদ শুকরুল্লাহ সুলতান সাহেব
৯। শাহজাদা সারওয়ার-উদ-দীন সুলতান সাহেব
১০। শাহজাদা মুহাম্মদ নিজাম-উদ-দীন সুলতান সাহেব
১১। শাহজাদা মুহাম্মদ জামাল-উদ-দীন সুলতান সাহেব
১২। শাহজাদা মুনির-উদ-দীন সুলতান সাহেব
১৩। মহামান্য শাহজাদা স্যার গুলাম মুহাম্মদ সুলতান সাহেব, কেসিএসআই
১৪। শাহজাদা গুলাম আহমদ সুলতান সাহেব
১৫। শাহজাদা ? সুলতান সাহেব

তথ্যসূত্র পাওয়া

খন্দকার জাহিদ মুরাদ সেপ্টেম্বর ১৯৯২। ইতিহাস:বাঘ ও টিপু সুলতান। নতুন ঢাকা ডাইজেস্ট প্রিন্ট বাংলা ভাষায় ঢাকা।

টিপুসুলতান ও বাঘের বন্ধুত্ব



ছবি গুগল থেকে নেওয়া ।

চাইলে একবার এখান থেকেও কিছু জেনে নিতে পারেন ।

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:১১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×