মাতাল অরন্য বেড়ে ওঠে ক্লান্তি আর বিষাদে
![]()
ক্লান্তি আর অযত্নে বেড়ে ওঠা বিষাদ
তারকাখচিত রাতে ভুল করে ঝরে পড়ে
তোমার বুকের অলিন্দে।
বিষাদের ঘ্রাণ টের পাও?
ছেলেবেলায় ছিড়ে যাওয়া কোনো বইয়ের পাতায় রয়ে গেছে
আমার হারানো সুর।
সেই সুর সেই গান
আমাকে কিভাবে শোনাবে তুমি?
ভোর হলে অথবা তারারা ডুবে গেলে
অযত্নে বেড়ে ওঠা বিষাদ আমায় আর ফিরিয়ে দিয়ো না! বাকিটুকু পড়ুন

