ডাক্তার কাহিনী-১
বন্ধু জসীমের দাঁতে অসুখ। বহুকিছু করেও দাতটা টেকানো গেলনা। ক্ষয়ে যাওয়া দাঁতের অবশিষ্ট যা আছে তা তুলে ফেলতে বলল ডাক্তার। তাই তোলার জন্য গেলাম ডেন্টাল মেডিকেল কলেজে। দাঁত তোলার জন্য সার্জারি ইউনিটে নেয়া হল। আমি পাশে থাকতে চাইলাম কিন্তু ইন্টার্ন দুই ডাক্তার স্পষ্ট জানালো থাকা যাবেনা। তাই রুমের বাহিরে অবস্থান করলাম।
তার পরের কাহিনী বন্ধুর মুখেই শুনুন-
অনেক ভেঙ্গে ভেঙ্গে দাঁতটা তুলল কিন্তু দুই ইন্টার্ন মিলে যখন আমার দাঁতের নিচের নরম হাড় নিয়ে টানাটানি করছে, তখন তাদের অনেক করে বললাম- আপানাদের সিনিয়র কাউকে ডাকুন। কিন্তু তারা কিছুতেই ডাকলেন না।
প্রায় এক ঘণ্টা টানাটানির পর বুঝতে পারলেন তারা আসলে হাড় ধরে টানাটানি করছেন! কিন্তু ততক্ষনে মাড়ির অবস্থা খারাপ। মাড়ির দুইপাশ ছিড়ে একাকার। এরপর দীর্ঘক্ষণ ধরে মাড়ির দুইপাশ সেলাইকরে দিল আর বলল এক সাপ্তাহ পরে এসে সেলাই খুলে নিতে।
কিন্তু বাসায় আসার পরদিন দেখা গেল সেই সেলাই খুলে পুরো মুখের ভেতরটা সুতায় ভরে গেছে!! অবশেষে অন্য ডাক্তারের দারস্ত হতে হল।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



