ডাক্তার কাহিনী-২
আমি ছোটবেলা থেকেই রোগা টাইপ পাবলিক ! জিবনে কত ডাক্তারের কাছে যে গিয়েছি আর কতবার যে হসপিটালাইজড হয়েছি তার কোন ইয়ত্তা নেই । তবু এই ডাক্তারদের ব্যাপারে আমার আক্ষেপের শেষনেই ।
দুইদিন ধরে জ্বরে পুড়ছিলাম। পারতপক্ষে ডাক্তারের কাছে জেতে চাইনা। তবু আর সহ্য করতেনা পেরে জেতে হল। ডাক্তারের চেম্বারের সামনে রুগিদের বিশাল লাম্বা লাইন আর ডাক্তারের নেইমপ্লেটের ডিগ্রীদেখে বুঝেজাবেন উনি বিশাল খ্যাতিমান ডাক্তার।
অপেক্ষার পালাশেষ করে অবশেষে আমি প্রবেশ করলাম ডাক্তারের রুমে !!
ডাক্তারঃ নাম বলেন ?
আমিঃ মিরাজ
ডাক্তারঃ বয়স কত?
আমিঃ ২৩ বছর
ডাক্তারঃ প্রবলেম কি? (আমার দিকে একবারের জন্য ও তাকাননি, খচ খচ করে লিখেই জাচ্ছেন এবং অবাক হয়ে দেখলাম দুইটা মেডিসিন অলরেডি প্রেসক্রাইব করে দিলেন)
আমিঃ প্রবলেম নাই!! (প্রবলেম বলার আর সাহস পেলামনা)
ডাক্তারঃ তা হলে এখানে আসলেন কেন ? (আবাক হয়ে এই প্রথম আমার দিকে তাকালেন)
আমিঃ না মানে! একটু জ্বর জ্বর লাগছে !!
ডাক্তারঃ আর কোন প্রবলেম ? (খচ খচ করে আরও দুইটা ঔষধ লিখতে লিখতে)
আমিঃ না, না ! আর কোন প্রবলেম নাই!!
ডাক্তারঃ এই ঔষধ গুলো খান আর এই টেস্টগুলা করে নেক্সট উইকে দেখা করবেন !! (প্রেসক্রিপশন দিতে দিতে)
আমিঃ জি, আচ্ছা !
বেরহয়ে প্রেসক্রিপশনটা ছিড়ে বিনে পেলে চলে আসলাম। দুইদিন পর ঔষধ ছাড়াই সেরে উটলাম সেই যাত্রা ।
Gallbladder এ stone হওয়ার কারনে দুইটা মেডিকেল সার্জারি করে ও সুস্থ না হওয়ায় বিভিন্ন ডাক্তার পরিবর্তন করছিলাম দীর্ঘদিন ধরে । সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে সাজেস্ট করা হল MRCP টেস্ট করার জন্য। সেই রিপোর্ট নিয়ে তিনজন ডাক্তারকে দেখালাম এই পর্যন্ত!
রিপোর্ট দেখে তিনজনের বক্তব্য ছিল তিনরকম-
প্রথম জন (ইবনে সিনা)- আপনার লিভারে কিছু প্রবলেম আছে, আছাড়া বিল্ডে ও কিছু প্রবলেম আছে। আপনি একজন গ্যাস্ট্রো-এন্টারোলজিষ্ট দেখান ।
দ্বিতীয়জন (ঢাকা মেডিকেল)- রিপোর্ট তো ভালো! আপনার তো কোন প্রবলেম নাই। আপনি সুস্থ! আমি বললাম- কিন্তু আমি তো সুস্থ না। দুইদিন প্রচণ্ড সিক ছিলাম। বেড থেকে উঠে আসলাম। ডাক্তার বলল- অসুস্থ হলে তো আপনি আমার সামনে এভাবে আসতে পারতেন না ! স্ট্রেচারে করে নিয়ে আসতে হত!!
উল্লেখ্য – আমার প্রচণ্ড ব্যাথা দেখে আমার কাজিন অনেকটা জোর করে টেনে-টুনে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো।
তৃতীয়জন(সিএমএইচ)- মনে হচ্ছে আপনার নালীতে এখন ও ছোট-খাট stone থেকে থাকতে পারে। আপনার আবার ERCP করতে হবে!! আমি বললাম – আমারতো আগে ERCP করা হয়েছে। ডাক্তার বললেন- মনেহয় পূর্বে যখন করা হয়েছে তখন সবগুলো স্টোন রিমোভ করা সম্ভব হয়নি, তাই আর একবার করতে হবে!!
আমি বললাম- স্যার, আপনি কি ERCP করান?
ডাক্তারের চোখ চক চক করে উঠলো ! খুব আগ্রহ নিয়ে বলল-হ্যা হ্যা, করাই! এখানে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে কন্টাক্ট করলেই হবে !!
ভয়ে ডাক্তার দেখানো ছেড়ে দিলাম। চতুর্থজন আবার কি বলেন ! একটা রিপোর্ট, সাজেশান তিন রকম!!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



