একটা বহুরুপী ধাড়ী শয়তান, একদা বাম, উদার। তসলিমা নাসরিনের লেখা তার পত্রিকায় প্রতি সপ্তাহে। গন আদালতের তীব্র সমর্থক .. তারপর হঠাৎ হয়ে গেল ভোল পালটানো রাজাকার। তারেকের কাছ থেকে টাকা loan নিয়ে বিশাল mediaplex গঠন, এরপর … এমন কি তেজগার একটি রাস্তার নাম পর্যন্ত বদল করে ফেলা।
এর পর ক্ষমতা ছাড়ার শেষ দিকে মামুনের হাতে থাপ্পোর খেয়ে সব সম্পদ ফেরত দেওয়া, তার পর দেউলিয়া। ২৮ অক্টোবর লগি-বৈঠার সেই উত্তাল বিকেলে তার নিজের স্টাফ-সাংবাদিকদের ধাওয়া, .। পরে গনপিটুনির হাত থেকে বাচতে বিদেশে পলায়নের চেষ্টা।
সাংবাদিকের দল বিমানবন্দরে লাউঞ্জে হইচই .. এরপর অনেক নাটকীয়তা .. বিমানের সিট থেকে নামিয়ে এনে চড়-থাপ্পোর! পরে লিখিত মুচলেকা নিয়ে বকেয়া টাকা আদায় করা হয়। উত্তাল ২৮ সে অক্টোবরে এই খবর টা BBC হেডলাইনে প্রচারিত হয়।
বর্তমানে দেউলিয়া অবস্থা থাকলেও একটা চাকরি এখনো বহাল আছে নাইন পাস খালেদার ভাষন লিখে দেওয়ার চাকরি। ইদানিং স্বঘোষিত নেড়িকুকুর নাম ধারন করে ফিরে আসার চেষ্টা।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





