ব্লগে সরকারের বিরুদ্ধে কিছু লিখলে কি কোনো শাস্তি দেওয়া হতে পারে?
সরকারের কোনো টিকটিকি কি আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে?
আমাদের আইপি এড্রেস কি কেউ মনিটর করছে?
আমরা অনেকে ব্লগে সরকারের সমালোচনা করছি।
কিছুদিন আগে ফান কার্টুনের জন্য ফেসবুক বন্ধ করে দিলো, ১ জনকে রিমান্ডে নিলো।
আমি সন্ধ্যায় একটা পোস্ট দিয়েছিলাম, কেন জানি ভয় ভয় লাগছিলো, তাই সরিয়ে ফেলেছি।
আমরা কি সাইবার জগতে নিজেদের দেশে নিজেরা নিরাপদ?
ডিজিটাল বাংলাদেশে কি সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে?
কেউ কি গ্যারন্টি দিবে, শুধু সরকারের সমালোচনার জন্য সরকার কারো উপর হস্তক্ষেপ করবে না।
ভয় লাগে, বড় ভয় লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




