"মার ঘুরিয়ে", নাকি "মার পুরিয়ে"
ড্রেসিংরুম থেকেই বিদায় দিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপকে। হাসি-আনন্দ, হতাশা-গ্লানি সবকিছুকেই। পরশু ম্যাচ শেষে কোচ জেমি সিডন্স দীর্ঘ বক্তব্যে কঠিন কঠিন কথা যেমন বলেছেন, সব ভুলে সামনের দিকে তাকানোর পরামর্শও দিয়েছেন। রাতেই হোটেল ছেড়ে বিশ্বকাপ বিদায়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কোচ, সহ-অধিনায়কসহ অনেক ক্রিকেটার। অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকিরা হোটেল ছেড়েছেন কাল সকালে।
বাংলাদেশে... বাকিটুকু পড়ুন

