আমার রঙীন কতোগুলো দিন
রয়েছে তোমার কাছে- ফিরিয়ে দাও
না হয় আমার হৃদয়ের যে ব্যথা
বুকের মাঝে জমে আছে- ফিরিয়ে নাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে তুমি চাও
আমার রঙীন কতোগুলো দিন
রয়েছে তোমার কাছে- ফিরিয়ে দাও
রূপকথাসম যে স্মৃতি রয়েছে হাজার
আঘাত করে কেনো যায় শুধু বারবার
বড়ো কষ্টে জমানো ধূসর সে প্রেম
কালো দাগ রেখে গেছে- তুমি নিয়ে যাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে তুমি চাও
আমার রঙীন কতোগুলো দিন
রয়েছে তোমার কাছে- ফিরিয়ে দাও
সুখের সময় যেন এক অবোধ স্মৃতি
দুঃখ স্রোতে ধেয় যেন এক নিয়তি
বুকের মাঝে চেপে রয় পাথর সময়
নিদ্রাহীন দুচোখে ঘুম দিয়ে যাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে তুমি চাও
আমার রঙীন কতোগুলো দিন
রয়েছে তোমার কাছে- ফিরিয়ে দাও
না হয় আমার হৃদয়ের যে ব্যথা
বুকের মাঝে জমে আছে- ফিরিয়ে নাও
এরপর যাও, চলে যাও, যেখানে যেতে চাও
এরপর যাও, চলে যাও, যেখানে তুমি চাও
-------------------------------------------
!@@!368230 !@@!368231
কন্ঠঃ শাফিন আহমেদ
কথাঃ সেলিম কামাল
সুর ও সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
শেষ কথাঃ ২০০১ হতে ২০০৭ ... এ গানের আঁচড় রয়ে গেছে আজও...
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




